নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

অকাল ভালবাসা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১

জীবনের শেষে এসে তোমায় লেগেছে অনেক ভালো,
বয়স্ক যুবক আমি,তুমি আমার আশার আলো ।
তোমার নেত্র আর চাহনি,
দেখলে মুছে যায় সব আমার গ্লানী ।
শীতের এই শুভ্র বাতাসে,
মম হৃদয়ে প্রেম খেলে অদূরের ঐ আকাশে ।
বলো,অকাল ভালবাসার রূপ গন্ধ কী?
নেই কোন অশান্তি,শুধু আছে শান্তি ।
একবার তাকাও হে বালিকা,
বয়স্ক যুবক আমি ডাকে যে কুহেলীকা ।
শেষ বেলায় আমার পাকশালা শুন্য,
বহু কষ্টে আমি,নেই যে কোন অন্ন ।
আমার জীবনের নেই যে কোন খতান,
হে বালিকা তুমি করিও না মোরে অপমান ।
বালিকা তুমি যে পিঙ্গলা,
বয়স্ক যুবককে পরিয়ে দাও ভালবাসার মালা ।
তোমাকে নিয়ে আমার আছে পরকালে ও আশা,
চিরকাল টিকে থাকুক তোমার আমার অকাল ভালবাসা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.