নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বইমেলা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮

বছর জুড়ে করিলাম কত হেলা,
নববর্ষের শুরুতে চলে আসলো অমর একুশে বইমেলা ।
স্বাগতম তোমায় হে অমর একুশে বইমেলা,
বইমেলায় যে শতশত বইয়ের খেলা ।
আগুন জ্বালা,আগুন জ্বালা,হে তোরা আগুন জ্বালা,
স্বগতম তোমায় হে অমর একুশে বইমেলা ।
শহীদের রক্তে বইমেলা আজিকে লাল,
বইমেলাকে রাখিও মনে হে মহাকাল ।
কবি,সাহিত্যিক,বই,প্রকাশক ও পাঠকের মেলা,
তাহার নামই অমর একুশে বইমেলা ।
সবাইকে আমন্ত্রন জানাই অমর একুশে বইমেলায়,
আসো সবাই আজিকে মেতে উঠি সবাই বইয়ের খেলায় ।
পৃথিবীর বুকে অমর হয়ে থাকো তুমি একুশে বইমেলা,
তোমায় নিয়ে মোরা প্রতিবছর খেলবো এক স্বর্গীয় খেলা ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

আরণ্যক রাখাল বলেছেন: এবার মেলা সফল হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.