নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট বিশ্বকাপ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৭

সারা বিশ্বকে করে অবাক,
চলে আসলো ক্রিকেট বিশ্বকাপ ।
বাংলার দামাল ছেলেরা লড়বে বাঘের মত,
মারবে ছক্কা,ভাঙ্গবে উইকেট আছে যত ।
মার বাড়ী,মার ছক্কা,
পঠিয়ে দে চীন,পাঠিয়ে দে মক্কা ।
বাঘেরা খেলবে এবার বিদেশের মাটিতে,
সবগুলোরে খাবে,পাবে যা ঘাটিতে ।
মার বাড়ী,মার চার,
ছক্কা মেরে করে দে ছারকার ।
অবাক,অবাক,অবাক,
চার বছর পরে চলে আসলো ক্রিকেট বিশ্বকাপ ।
চার ছক্কার খেলা,নয়তো হেলাফেলা,
ঘুম থেকে উঠে পর সবাই সকালবেলা ।
মার চার,মার ছক্কা,
পঠিয়ে দে চীন,পাঠিয়ে দে মক্কা ।
অবাক,অবাক,অবাক,
স্বগতম তোমায় হে ক্রিকেট বিশ্বকাপ ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.