নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সপ্ন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯

বাংলানিউজে দেখলাম বিভিন্য পন্ডিত ও বিজ্ঞানীদের সপ্ন নিয়ে গবেষনা । গবেষনা দেখেই আমার মেজাজটা গরম হয়ে গেল । পন্ডিতদের মতে সপ্নের নাকি বাস্তব জীবনে ফলাফল আছে । আমার মতে মানুষ তার দৈনন্দিন জীবনের কার্যকলাপ,ধ্যন-ধারনা ও চিন্তা চেতনার উপর ভিক্তি করেই সপ্ন দেখে । আর সপ্নের মুলত বাস্তব জীবনে কোনো ফলাফল নেই । তবে সপ্নের বাস্তব জীবনে কোনো প্রভাব না পড়লে ও বিভিন্য সপ্নের কারনে মানসিক ভাবে বেশ প্রভাব পড়ে । যেমন কেউ কোন খারাপ সপ্ন দেখলে সে সারাদিন বেশ চিন্তিত থাকে । মুলত এটি তার মনের ভয় ,অন্য কিছু নয় । অনেকে ভেবে থাকেন যে ভাল সপ্ন দেখলে তার মঙ্গল হবে আর খারাপ সপ্ন দেখলে তার অমঙ্গল বা ক্ষতি হবে । মুলত এটি কুসংষ্কার । তবে বিভিন্য ধর্মীয় সপ্নের মানেটা সম্পুর্ন ভিন্য ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.