নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

খুঁজিব তোরে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

করিলাম পন,
তুই হবি আমারই আপন ।
নিশিথে তোরই দর্শনে থাকিবে না অন্ধকার,
তোরে আমি খুঁজে পাবো কুয়াশার ভিতর ।
বন্যার পানিতে পাবো তোরে খুঁজে,
দিবনা কাহারে ও তোরে,রাখিবো তোরে গুজে ।
ঝড়ের মধ্যে খুঁজে পাবো তোকে,
স্বর্পের দংশন খেয়েও রাখিব তোরে মোর বুকে ।
হোক যুদ্ধ,হোক মহাযুদ্ধ,
আমার খাঁচায় তোরে খুঁজে করবো আবদ্ধ ।
খুঁজিবো তোরে কিয়ামতের দিনে,
তবুও আমি থাকিবোনা তুই বীনে ।
খুঁজিবো তোরে আমি আখিরাতে,
তবুও তুই থাকবি মোর সাথে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.