নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

জন্মভূমি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫

জন্মভূমি মাগো তুমি কত সুন্দর,
তুমি যে পৃথিবীর বুকে চির ভাস্বর ।
ধান,গান আর সোনার দেশ তুমি,
সাহিত্য,সংস্কৃতি তুমি আমার জন্মভূমি ।
বিশ্ব রাজ্যের প্রান তুমি,
পুষ্প রাজ্যের ঘ্রান তুমি,
তুমি আমার সোনার জন্মভূমি ।
অপরুপা সুন্দরী মাগো তুমি অপরুপা সুন্দরী,
তোমায় মোরা নতুন করে ৭১ এ বরন করি ।
পাক-পাখালির গানে গানে,
মাগো তোমার সূর টানে মধুর তানে ।
৭১ এ জন্ম তোমার,
পাক হানাদারদের করলা ছারখার ।
জন্মভূমি তুমি আমার মা,
তোমার বুকে কতশত শহর,আছে কত গাঁ ।
১৬ কোটি মানুষের তুমি যে মাতা,
তোমার সম্পদ মাগো হবেনা যে বৃথা ।
মাগো তোমায় মোরা মরন দিয়ে বরন করি,
প্রতি মূহুর্তে মূহুর্তে তোমায় মোরা স্মরন করি ।
জন্মভূমি মাগো তুমি কত সুন্দর,
তুমি যে পৃথিবীর বুকে চির ভাস্বর ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

কলমের কালি শেষ বলেছেন: দেশের কবিতা সবসময় ভাল লাগে । ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.