নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সরল প্রেম

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪

তোমার হাত দুটি ধরে আমি চলেছি পথে,
গন্ধ রাজ্যের পাহাড় তুমি আছো আমার সাথে ।
রজনিগন্ধা বাধিলাম তোমার কেশে,
এত কেনো তুমি অদ্ভুদ,তুমি কেসে?
ওহ তুমি আমার প্রিয়াগো,
তোমার জন্য আমি দিবানিশী মরিগো ।
তোমায় নিয়ে পথে প্রান্তরে আমি হাটি শুধু,
হায় হায়গো তুমিই আমার বধু ।
তোমার পুষ্পযুক্ত কেশের ঘ্রানে পাগল হলাম আমি,
হে প্রিয়া আরো ভালোবাসা দাওনা আমায় তুমি ।
তোমায় জড়িয়ে ধরে স্বর্গীয় স্বাদ পেলাম,
ওহে প্রিয়া তোমার এত কেনো দাম?
বিনা নোটিশে আমি ঘুমিয়ে পড়লাম তোমার স্বর্গীয় কোলে,
আহ! কী সুন্দর,আমি আছি কত দারুন হালে ।
তোমার প্রেমে আজিকে আমি চরম মুগ্ধ,
আরো প্রেম দাওনাগো,হয়োনাগো প্রিয়া বদ্ধ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.