নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের মানুষ ভিন্ন চোখে দেখে

১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

সাধারন মানুষ একসময় ব্লগারদের চিনতো না । ইদানিংকালে দুই একজন সমালোচিত ব্লগারদের কারনে সাধারন মানুষ ব্লগারদের কিছুটা চিনতে শিখেছে । কিন্তু এসব মানুষ ব্লগারদের দেখে সম্পূর্ন নেতিবাচক চোখে । এরা ব্লগারদের কথা শুনলেই ভয় পায় । এরা ব্লগারদের সন্ত্রাস মনে করে । সাধারন মানুষ ব্লগারদের খুবই ভয়ঙ্কর মনে করে । অথচ যারা ব্লগে লিখে থাকে তারাই ব্লগার । ব্লগারগন লিখে থাকে সত্য কথা । এরা লিখে থাকে সমাজে বিদ্যমান সকল প্রকার অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে । সব ব্লগারতো আর ধর্মের বিরুদ্ধে লিখেনা । দুই একজন ব্লগারের কারনে তো আর সব ব্লগার কলঙ্কিত হতে পারেনা । পুলিশের মধ্যেতো দুইএকজন পুলিশ খারাপ কাজ করলে সব পুলিশ খারাপ হতে পারেনা । সম্মানিত হুজুরদের মধ্যে দুইএকজন হুজুর খারাপ কাজ করলে তো আর সব হুজুর খারাপ হতে পারেনা । কুসংস্কারাছন্য মানুষদের কারনে আজ ব্লগার হয়ে পড়েছি খুব বিপাকে । অনেকে আমাকে দেখলে ভয় পায় । কেউবা বলে আমি নাকি কিছুদিন পর কোপ খাবো । আমি নাকি ভয়ঙ্কর কিছু । এমনকি শিক্ষিত মানুষেরা ও একই কথা বলে । আমি এই কুসংস্কারাছন্য মানুষদের চরমভাবে ধিক্কার জানাচ্ছি । ব্লগারগন সমাজে বিদ্যমান সকল অন্যায়ের বিরুদ্ধে লিখে থাকে । এরা সকল প্রকার প্রকৃত রহস্য উদঘটন করে থাকে । এরাই সমাজ থেকে সকল প্রকার কুসংস্কার দূর করে থাকে । জানিনা সমাজের মানুষ কবে ব্লগারদের ইতিবাচক চোখে দেখবে । আমি মানুষের কাছে ব্লগার পরিচয় দিতে ভয় পাই । এমনকি আমার মাবাবা ভাই বোনদের কাছে ও ব্লগার পরিচয় দিতে ভয় পাই । সবাই ব্লগারদের নেতিবাচক চোখে দেখে । সকলকে বলছি আমরা ডাকাত না,আমরা সন্ত্রাস না,আমরা লেখক । আমরা সকল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে লিখি । আমরাই অন্যায়কারীর মুখোস উম্মোচন করে থাকি । আমাদের আপনারা ভালো চোখে দেখুন । আমরা লেখক । জানিনা কবে মানুষের মধ্য থেকে ব্লগার সংক্রান্ত এসব ভিতী ও এই ভয়াবহ কুসংস্কার দূর হবে । ব্লগারগন সমাজে সম্মানিত থেকে আরো সম্মানিত হোক আমি সেই প্রত্যাশা করি । সমাজ থেকে দূর হোক সকল প্রকার অন্যায় অনাচার ও কুসংস্কার । নেতিবাচক চোখে নয়,ব্লগারদের ইতিবাচক চোখে যেনো দেখা হয়-সেই প্রত্যাশা করি ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


"এমনকি আমার মাবাবা ভাই বোনদের কাছে ও ব্লগার পরিচয় দিতে ভয় পাই ।"

-এটা টপ বলেছেন, আমার পছন্দ হয়েছে।

২| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫০

নতুন বলেছেন: জানিনা সমাজের মানুষ কবে ব্লগারদের ইতিবাচক চোখে দেখবে । আমি মানুষের কাছে ব্লগার পরিচয় দিতে ভয় পাই । এমনকি আমার মাবাবা ভাই বোনদের কাছে ও ব্লগার পরিচয় দিতে ভয় পাই ।

সমাজের মানুষ সচেতন না.... তারা গুজবে কান বেশি দেয়... এজন্যই সমাজে ভাল কিছু হচ্ছে না..

আপনার পাশের সবাইকে আপনি সচেতন করুন.... ব্লগ পড়তে দিন... তাদের কোন কিছু জানার থাকলে ব্লগের সাহাজ্য নিন...ইন্টানেটের সাহাজ্য নিয়ে সেই তথ্য তাদের দিন...

সবাই যার যার জায়গাতে পাশের মানুষকে সচেতন করলে এই ভুল ভেঙ্গে যাবে...

৩| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৬

লীনা জািম্বল বলেছেন: ব্লগার মানে কি তা এখনো সাধারন সমাজে অন্ধকারই রয়ে গেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.