নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

গ্রামে যাবো(কবিতা)

১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭

অনেক মাস পরে যাবো আমি গ্রামে,
মা বাবাকে নিয়ে থাকবো কত আরামে ।
গ্রাম সেতো স্বর্গ,
এটাই আমার গর্ব ।
সতেজ শাকসবজি আর সিদ্ধ চালের ভাত,
কত মধুর দিন,কত মধুর সেতো রাত ।
গ্রামের হাটখোলা,
সেতো যাবেনা ভোলা ।
গ্রামের খেজুরের রসের পায়েস,
আহ কি মজা,খেতে কি দারুন আয়েস ।
মায়ের হাতের তৈরি পিঠাপুলি,
কত যে মজা তাহা যাবেনা ভুলি ।
এক সাথে বসে বাবার সাথে বলবো কত কথা,
এ হৃদয়ে আর থাকবেনা কোনো ব্যাথা ।
শহরে সব যাতা কলের পিষ্ট কষে,
গ্রামে অস্থির পরান ভরে উঠবে সবার কথার রসে ।
যাবো আমি গ্রামে যাবো,
বসে বসে আরামে আমি সব খাবো ।
দেখবো আমি গ্রামের সব চিরায়িত রুপ,
আহ! গ্রাম কী সুন্দর,কী অপরুপ ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম সুন্দর হয়েছে --- আরো লিখুন

২| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১১

আফতাব বিন তারিক বলেছেন: সুন্দর হয়েছে.........................।

৩| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১২

অবনি মণি বলেছেন: আহ ! দু'বছর হলো আমার প্রিয় গ্রামে যাওয়া হয়না !

৪| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

উল্টা দূরবীন বলেছেন: ঝুলন্ত মাচায় অলস দুপুরে টুয়ান্টি নাইন মিস করতেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.