নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

মহাগ্রন্থ আল কুরআন দ্বারা মানব জীবনের সকল সমস্যার সমাধান করা যায়না

২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৩

মহাগ্রন্থ আল কুরআন দ্বারা মানব জীবনের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয় । অথছ পবিত্র কুরআনুল কারীমের নাযিল হওয়া থেকে শুরু করে,কিয়ামৎ পর্যন্ত মানব জীবনের সকল সমস্যার সমাধান,মহান আল্লাহ রাব্বুল আলামীন তার এই নির্ভুল মহাগ্রন্থে দিয়ে দিয়েছেন । তাহলে এই মহাগ্রন্থ দ্বারা মানবজীবনের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয় কেন?মানুষের জ্ঞান সীমিত বলে সকল সমস্যার সমাধান করা সম্ভব নয় । আর এ কারনেই হাদীস বা সুন্নাহর উৎপত্তি ।আর এ হাদীস দ্বারাও সকল সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে ইজমার উৎপত্তি । ইজমার বাংলা অর্থ হল ঐক্যবদ্ধ হওয়া বা একমত পোষন করা । আর এই ইজমা দ্বারা ও সকল সমস্যার সমাধান করা সম্ভব নয় বলেই কিয়াসের উৎপত্তি । কিয়াস আরবী শব্দ যার বাংলা অর্থ হল অনুমান বা অনুধাবন করা । কুরআন,হাদীস,ইজমা ও কিয়াস এই চারটি হল শরীয়াতের উৎস। মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে,কি নেই? দুনিয়ার সবকিছু স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামীনের এই নির্ভুল গ্রন্থে রয়েছে। এমনকি আমি যে এই লিখতেছি এটার ভাবার্থ ও পবিত্র কালামে পাকে রয়েছে । আল্লাহর কসম,নিসন্দেহে এই পবিত্র নির্ভুল মহাগ্রন্থ আল কুরআন স্বয়ং আল্লাহর তৈরী ।

-মোঃ নিজাম গাজী(হাইস্কুল ও কলেজ থেকে পাশ করেছি)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৮

ধৈঞ্চা বলেছেন: মোঃ নিজাম গাজী(হাইস্কুল ও কলেজ থেকে পাশ করেছি)
এই লেখার দ্বারা আপনি কি বুঝালেন??

২| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২১

আলমগীর_কবির বলেছেন: আম্পায়ের ভুল সিদ্ধান্তে বাংলাদেশ ম্যাচ হেরেছে। পবিত্র কোরান-সুন্নায় এর কি সমাধান আছে ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.