নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

হারানো কবিতা

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৯

আমার জীবনে হারিয়ে গেছে অনেক কবিতা,
লেখাগুলো যেন সব হয়ে গেল বৃথা ।
কত রাত জেগে,কত প্রহর গুনে লিখেছি আমি,
হায়,কিণ্তু সব কেড়ে নিয়ে গেলে তুমি ।
আজ আর মনে পড়েনা সেইসব ছন্দ,
আজ যেন আমি বড়ই অন্ধ ।
কত কষ্ট,কত ঘাম ঝরেছে আমার,
তাই বুঝি কবিতাগুলো কেড়ে নিয়ে করিলে আমায় ছারখার ।
দরিদ্রতা,অসহায়ত্ব আর অসচেতনার ফল,
আর কত দিব বল?
একবার হারিয়ে গেলে খুঁজে তো পাওয়া যায়না তারে,
তাইতো কবিতাগুলো আজ খুঁজি আমি আধারে ।
তবুও খুঁজি তোমারে,তবুও তোমারে আমি চাই,
আজ যেন আমি সর্বংসহা,আমার যে কিছুই নাই ।
যদিও আমার সব কবিতাগুলো হয়ে গেল বৃথা,
তবুও আজ সৃষ্টি হল এক নতুন হারানো কবিতা ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৮

সালমান মাহফুজ বলেছেন: সাবলীল । আরেকটু ভাব-গভীরতার প্রত্যাশা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.