নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

কী হবে উপায়

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:১২

হায় হায় হায় কী হবে উপায়,
আমার উপন্যাসের কী হবে ইপায়?
সারারাত জেগে,কষ্ট করে লিখেছি উপন্যাস,
সেই উপন্যাস কী হয়ে যাবে নাশ?
কতো মূল্যবান কথা,কতো যে বানী,
সবগুলো হারিয়ে যাবে হব যে আমি অপমানী ।
এসব মানিনা,মানতে আমি পারি না,
কোন কিছু শুরু করলে আমি যে তা ছাড়ি না ।
জীবন হারিয়ে যাবে,
কিন্তু উপন্যাস আমি দিবনা যে হারাতে,
এই সব চিন্তা আমার ঘোরে সারা রাতে ।
সবকিছু মনে হয় হারিয়ে যায় নিশীময় প্রভাতে ।
টাকা নেই,শক্তি নেই তাইতো আজ আমার উপন্যাস নেই,
টাকাতো কেউই দিবে না,
উপন্যাস আমি হারাবোই ।
টাকা নেই ঠীক আমার,
কিন্তু মনে আছে অনেক জোড়ালো শক্তি,
উপন্যাস আমার প্রকাশিত হবে,
এটাই আমার সর্বশ্রেষ্ঠ যুক্তি ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৯

সালমান মাহফুজ বলেছেন: কিন্তু মনে আছে অনেক জোড়ালো শক্তি,
উপন্যাস আমার প্রকাশিত হবে,
এটাই আমার সর্বশ্রেষ্ঠ যুক্তি ।
-- হুম ঠিক তাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.