নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

রাতজাগা পাখি

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৫

রাতজাগা আমি পাখি,
তোরে শুধু সদা ডাকি ।
আঁকি তোর ছবি আমার অন্তরে আঁকি,
যতন করে আমি তোর ভালবাসা শুধু রাখি ।
গভীর রজনীতে তোর প্রতি আমার ভালবাসা বুনি,
শুনি,তোর কন্ঠ শুধু আমি শুনি ।
তোর জন্য এক পলক ও ঘুম আসেনা আমার,
হে প্রিয়া তুই করিস না আমায় ছারখার ।
রজনীতে গগনের তারাগুলি সাক্ষি তোর আর আমার ভালবাসার,
তাই প্রিয়া আমার প্রেমের হবে নাকো হার ।
আমি শুধু তোর প্রেমে বিভোর,
তোকে নিয়ে ভাবতে ভাবতে রাত তো হয়ে গেল ভোর ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:৩৪

নুর ইসলাম রফিক বলেছেন: সুন্দর প্রেম কাব্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.