নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সুখে থেকো

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:৫০

কষ্টের অনলে পুড়ে হলাম ছাই,
তাইতো আমার প্রতি তোর কোনো মায়া নাই ।
আপনাকে পর করে তোরে করে নিলাম আপন,
তাইতো সখি তুই আজিকে আমায় করে দিলি জিন্দা দাফন ।
চোঁখের জলে খরা নদী হয়ে গেল সাগর,
তাইতো প্রিয়া আজিকে তুই হয়ে গেলি আমার পর ।
তোরই কারনে আজিকে আমি জিন্দা লাশ,
কেমনও করিয়া করিলে তুই আমার এমন সর্বনাশ?
তোরই কারনে গভীর রজনীতে বুকে বহে হাহাকার,
ওরে ও প্রিয়া তুই কি ফিরে আসবিনা আর?
তোকে নিয়ে আমি কতো স্বপ্নের জাল বুনি,
প্রেয়সী তোর সেই মিষ্টি কন্ঠ আমি এখনও শুনি ।
ওরে তুই বড় পাষান,তুই বড় বেঈমান,
করিসনে করিসনে প্রিয়া তুই আমায় আর অপমান ।
অনেক সুখে আছো তুইযে,
আর আমি এখন বিছানাতে ।
আর কতকাল ধোকা দিবি তুই আমারে?
তোর কথা মনে পরে এই হৃদয়ে বারেবারে ।
যাহোক সুখে থাকিস তুই এপারে,
আমিতো চলে যাচ্ছি পরপারে ।
যদি পারো দেখে যেও আমার কবর,
সুখে থেকো প্রিয়া আমার রাত যে আর হবেনাকো ভোর ।
নতুন করিয়া নিতে হবেনা আর আমার কোনো খোঁজ খবর,
তোর প্রতি বিন্দুমাত্র আমিতো করিনি কোনো জোর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.