নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

আত্মায় আত্মায় মনে মনে,
ক্ষনে ক্ষনে পলে পলে,
বন্ধু শুধু তোরই নাম বলে ।
ছোটকালের খেলার সাথী,
আধার ঘরের আলোর বাত্বি ।
মনে পরে দিবা রাতি,
বন্ধু তুই আমার সাথী বড় সাথী ।
তালে তালে ছন্দে ছন্দে একি সাথে চলা,
বন্ধু তোর বলাই আমারই বলা ।
খেলার সঙ্গী,খাওয়ার সঙ্গী,
চলার সঙ্গী,নাওয়ার সঙ্গী,
বন্ধু তোরই ভঙ্গী আমার ভঙ্গী ।
মাঝে মাঝে রাগারাগি,
কিছুসময় ভাগাভাগি ।
একটু পরে আবার মিল,
আরে বন্ধু মানে আনন্দ অনাবিল ।
ওরে বন্ধু মানে কলিজা,
বন্ধুত্ব মৃত্যু অবধি থাকে তরতাজা ।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:২৬

জাহিদ নীল বলেছেন: ভাল লাগল, শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.