নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

শিশুকাল

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০

শিশুকালের সেই মধুর স্মৃতিগুলো,
সব হয়ে গেলো আজ এলোমেলো ।
আধারে পরে আছি,
কিভাবে যে আলোতে আসি?
ভালো লাগত কত সেই সময়ের বৃষ্টি,
আজিকে হলো এ কি জীবন সৃষ্টি?
শিশু শিশু বন্ধুদের নিয়ে কি সুন্দর ছিল শিশুকাল,
আজিকে যৌবনের দ্বারে জীবনটা কেমন যেন বেহাল ।
শিশুকালে মা বাবার ভালবাসা,
আজিকে শুধু জাগায় নতুন নতুন আশা ।
খেলাধূলার কথা বেশি মনে পরে আজ,
শিশুকাল ছিল উজ্জল,ছিল কত তাজ ।
সেই শিশুকালে ফিরে যেতে ইচ্ছে করে আবার,
কিন্তু সে ফিরে আসবেনা,দিয়ে দিলাম ছাড় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.