নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

আমার মধ্যে কেমন যেনো আতঙ্ক কাজ করতেছে

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২২

আমার পরিচিত যারা আছেন তাদেরকে বলছি । কোনো অপরিচিত ব্যক্তি যদি ফেসবুক বা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের কাছে আমার পরিচয় জানতে চায় তাহলে দয়া করে আমার পরিচয় দিবেন না । আমাকে Kashem khan https://www.facebook.com/profile.php… নামে এক ব্যক্তি অনুসরন করতেছে । তার চেহারা দেখলে জঙ্গীদের মত মনে হয় । সে আমাকে জিঙ্গেস করছিল আপনার বাড়ি কোথায়? আমি তাকে বলছি বাগেরহাট । আমি তাকে জিঙ্গেস করি আপনার বাড়ি কোথায়?সে বলে আমার বাড়িও বাগেরহাট । আমি জিঙ্গেস করলাম বাগেরহাটের কোথায় আপনার বাড়ি? সে বললো হরিন থানা । তখনই তার প্রতি আমার সন্দেহ হলো,কারন বাগেরহাট জেলায় কোনো হরিন থানা নেই । তখন আমি তার প্রোফাইল ঘেটে দেখলাম লোকটি আরব দেশে বসবাস করে । নিশ্চয়ই এরা জঙ্গী সংগঠন । আর জঙ্গী সংগঠনগুলো আমার উপর ক্ষিপ্ত হবে এটা স্বাভাবিক । কারন আমি প্রায় সাত মাস আগে পৃথীবির সবচেয়ে বড় বাংলা ব্লগ সামহোয়্যারইন ব্লগে ভয়াবহ জঙ্গী হামলার আশংকায় পৃথীবি শীর্ষক শিরোনামে একটি ব্লগ লিখছিলাম । এখন আমার মধ্যে কেমন যেনো আতঙ্ক কাজ করতেছে । কি করবো ভেবে পাচ্ছিনা । যাহোক আপনারা দয়া করে আমার পাশে থাকুন । আমি সর্বদা আপনাদের পাশে আছি । ধন্যবাদ সকলকে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৬

মো: নিজাম গাজী বলেছেন: Click This Link

২| ১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

তানভীরএফওয়ান বলেছেন: Looking 4 EU visa ????

৩| ১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

হোৎকা বলেছেন: ছাগোল।

৪| ১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

এরিক ফ্লেমিং বলেছেন: "তার চেহারা দেখলে জঙ্গীদের মত মনে হয়"- অসাধারন কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.