নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

আমি হারিয়ে যাব

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

আমি হারিয়ে যাব,চলে যাব দূরে,
আমার এই কন্ঠ বাজিবেনা আর একই সুরে ।
আমি আর আসবোনা ফিরে,তোমাদেরই ভীড়ে,
আমায় তোমরা আর খুঁজে পাবেনা সেই চিরচেনা নীড়ে ।
অন্যায়ের বিরুদ্ধে আমি আর বলিব না কোন কথা,
আমি আর দিবনা কাহারে ও কোন ব্যথা ।
তোমরা সবাই ভুলে যেও আমায়,
আমার বিয়োগে তোমরা করিওনা হায়হায় ।
নিষ্ঠুর যারা,আছে তারা,কেবল তাদের হবে কিছু উপায়,
তোমরা আদর্শবানেরা হয়োনা নিরুপায় ।
দোর খুলে,ফের হয়ে পাবেনাকো আমায় খুঁজে,
আমি যে হারিয়ে গেছি,নিওগো তা তোমরা বুঝে ।
তবুও ইনশাআল্লাহ আমি চিরকাল থাকবো তোমাদেরই মাঝে ।
হয়তো তোমরা আমায় খুঁজে পাবে অন্যরকম সাজে ।
পঁচে গলে নিঃশেষ হয়ে ধ্বংষ হবে আমারই কঙ্কাল,
তবুও আমি এই পৃথিবীর বুকে থাকবো চিরকাল ।
আমার দেহত্যাগ মৃত্যু নয়,
কীর্তি হচ্ছে অমরত্বের পরিচয় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

রেজওয়ান করিম বলেছেন: সুন্দর হয়েছে

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad he lekhok..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.