নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সব মানুষের প্রান আছে

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

সব মানুষের প্রান আছে,
তোরা মোরে খুন করিসনে ।
ওরে আমি যে আমার মায়ের নাড়ি ছেড়া ধন,
চালাসনারে ছুরি,চালাসনারে গুলি,পবিত্র কর তোদের মন ।
তোদের যেমন আছে প্রান আমারও তেমন আছে প্রান,
তোরা ধ্বংস করিসনে মোর এই পবিত্র প্রানের ঘ্রান ।
দুই দিনের এই দুনিয়ায় কি লাভ হবে খুন করে?
আমি যাবো,তোরা যাবি সবাই একদিন যাবে মরে ।
দোহাই লাগে ওরে তোদের দোহাই লাগে,
তোরা মোরে খুন করিসনে ।
একটুখানী লোভে,সামান্য একটু ক্ষোভে কেনো করবি মোরে হত্যা?
তোদের মতো আমার ওতো আছে একটি সত্তা ।
কসম লাগে ঐ আল্লাহর কসম লাগে,
তোরা মোরে খুন করিসনে ।
মানুষ হয়ে পশু হইসনে,
তোরা মোরে খুন করিসনে ।
সব মানুষের প্রান আছে,
কেউ যায় আগে,কেউ যায় পাছে ।
অমানুষ যদি হও,তবে মোরে খুন করে যাও ।
মানুষ যদি হও তাহলে মনুষত্যটাকে দেখাও ।।
বি:দ্রঃ- কবিতাটি কাল্পনিক । মানুষের বিবেককে জাগ্রত করার জন্যই এই কবিতাটি ।
উৎসর্গঃ- নিহত সোহাগী জাহান তনুকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.