নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বিবেক বনাম রাজনীতি

২৪ শে জুন, ২০১৬ রাত ১২:২২

বিবেক সুধায় কেমন আছো বাংলাদেশের রাজনীতি?
কান্নারত কন্ঠে রাজনীতি সুধায় ফরমারিনযুক্ত আমি,
আমার নেই কোনো প্রীতি ।
বিবেক বলে তোমার কেনো এত আহাজারি?
রাজনীতি কহে কি আর করি,আমি যে হরতালের জ্বালায় মরি ।
বিবেক বলে তোমার কারনে আজ আমি বিবেকহীন,
রাজনীতি বলে বিবেক তাইতো তুমি আমার কারনে হয়ে যাচ্ছো বিলীন ।
রাজনীতি বলিল মানুষ হত্যার হরতাল আজ আমাকে ধরেছে আকড়ে,
তাইতো আজ আমার বিবেক তোমার কারনে যাচ্ছে হারিয়ে ।
ওহে রাজনীতি আর তুমি করবে কতজনকে হত্যা?
দোষ আমার নয়,দোষতো রাজনীতি বিদদের সত্তা ।
তোমারই কারনে আজ আমার বিবেক কলুষিত,
কী বলবো ভাই দোষ দাও তাদের যারা উপরে বিখ্যাত ।
হে রাজনীতি তোমারই কারনে আজ আমি বিবেক শুন্য,
ওহে বিবেক ভাই দোষ দাও তাদের যারা কেড়ে নিচ্ছে সাধারন মানুষের অন্ন ।
ওহে রাজনীতি কেনো হচ্ছে এমন?
ওহে বিবেক তুমি বিবেক দিয়ে করো অপরাজনীতি দমন ।
ওহে রাজনীতি আর কতকাল তুমি থাকবে বিবেকহীন?
ওহে বিবেক যতকাল হবেনা ক্ষমতায় যাওয়ার লোভ বিলীন ।
ওহে রাজনীতি তোমার কারনে আজ আমি প্রশ্নবিদ্ধ,
হ্যারে বিবেক ভাই আমি যে আগুন দিয়ে জ্যন্ত মানুষ করি সিদ্ধ ।
ছি ছি রাজনীতি তুমি এত হীন?
ওহে বিবেক দেখিত তুমি হচ্ছ বিবেকহীন ।
বিবেক সুধায় কেনো?
দোষ আমার নয়,দোষ তাদের,তুমি বুঝনা যেন?
বুঝি ভাই,আমারও কোনো দোষ নাই,
দোষ তাদের যারা করে খাই খাই ।
আচ্ছা রাজনীতি তুমি একদিন ভালো হয়ে এসো আমার কাছে,
আচ্ছা বিবেক আসবো,তুমি থেকো আমার পাশে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.