নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

আমি মানিনা

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

আমি মানিনা কোন প্রভাব মানিনা কোন টাকার জোর
অন্যায় করলে এ্যকশন নেব যদিও ওরা কেড়ে নেয় প্রান মোর
আমি কোন পদপদবি বন্ধুত্ব সম্পর্ক মানিনা
অন্যায় করলে তারা যে কে তা আমি জানিনা
আমি মানিনা কোন কর্মকর্তা মানিনা কোন গুরু
অন্যায় দেখলেই কেবল সেখানেই হবে মোর প্রতিবাদ শুরু
কে মাতাপিতা কে ভাইবোন তা আমি জানিনা
অন্যায় করলে এদের কেউকেই যে আমি মানিনা
আমি জানিনা কে মোর সহধর্মিনী কে মোর সন্তান
অন্যায় করলে কেড়ে নেব যে আমি ওদেরই প্রান
যদি অন্যায় করে মোর মাতাপিতা ভুল কিছু কহে
তাহলে আমি যে তাদের সন্তান নহে
হোক বিশাল কোটিপতি হোক মস্তবড় বাবা
অন্যায় করলে আমি এদের কেউকেই মানিনা দিব যে এক আইনেরই থাবা
আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে করি কোন অপরাধ
তাহলে আমি নিজেই আমার জীবনে ঢুকিয়ে দেব আইনেরই হাত
আমাকে অপরাধী হিসেবে যদি দিতে পারে কেউ প্রমান
তাহলে আমি আমার নিজের জীবন করিবো যে কোরবান
সত্য কথা বললে যদি কেউ বন্ধ করে দেয় মোর খাদ্য খাবার ভাত
তবুও আমি চিরকাল করে যাবো অন্যায়ের প্রতিবাদ
অন্যায়কারী যদি হয় মোর জীবনের সবচেয়ে আপন
তাহলে আমি তাকে মানিনা,হবে যে তার দাফন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনার নাটক ইত্যাদি কেমন চলছে?

২| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

মহসিন ৩১ বলেছেন: বাংলাদেশে শ্রেণিগত অন্যায়টা বেশি; ঠিক ভারতে যেমন অপরাধটা বেশি । কেন জানিনা মাঝে মাঝে মনে হয় যেন একই মুদ্রা যায় এপিঠ আর ওপিঠ।

৩| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

ঘটক কাজী সাহেব বলেছেন: সত্য কথা বললে যদি কেউ বন্ধ করে দেয় মোর খাদ্য খাবার ভাত
তবুও আমি চিরকাল করে যাবো অন্যায়ের প্রতিবাদ ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.