নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ভুল করেছি আমি তোমায় ছাড়িয়া

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৮

মনের সাথে যুদ্ধ করে পারছিনারে প্রিয়া,
বড্ড ভুল করেছি আমি তোমায় ছাড়িয়া ।
ভুলতে পারছিনা সখি সুদীর্ঘ পাঁচটি বছরের মধুময় স্মৃতি,
নিঠুর ঐ ঝড় কেড়ে নিলো তোমার আমার প্রিতী ।
তুমি ছিলে শরৎ,আমি ছিলাম বসন্ত ।
তোমার আমার প্রেম ছিল কতইনা প্রানবন্ত ।।
সখি তোমার সেই স্বর্গীয় হাঁসি দেখিয়া আমি কতো হতাম খুঁশি,
হাজার বার বলতে ইচ্ছে করতেছে আমি তোমায় ভালোবাসি ।
মধ্যরাতে মনে পরে তোমার ঐ স্বর্গীয় মুখখানী,
আজ আমার জীবন থেকে বিধাতা কেড়ে নিয়েছে সব সূখখানী ।
প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে,প্রতিটি পলে পলে প্রিয়া তোমায় পরে মনে ।
ইচ্ছে করে তোমায় নিয়ে আবার ঘুরতে যাই ঐ দূর কাঁশবনে ।
প্রিয়া মনে পরে তোমায় সকাল,দুপুর,গোধূলী,সন্ধা,রাত,
বড্ড কষ্ট লাগে যখন তোমায় ছাড়া হয় আমার প্রভাত ।
জানিনা এখন তুমি কেমন আছো প্রিয়া,
বড্ড ভুল করেছি আমি তোমায় ছাড়িয়া ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সিগনেচার নসিব বলেছেন: কবিতা জীবন, জীবন কবিতা!!! ভাল লেগেছে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.