নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

খুঁশির জোয়ার

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১:৪২


এলোরে এলো হে খুঁশির জোয়ার,
আয় তোরা মোর বুকে আয় মুমিন-গুনাহগার ।
ঈদ মানে খুঁশি,ঈদ মানে আনন্দ ।
আজ থেকে আর হবেনা কোনো রেসারেসি,হবেনা কোনো দ্বন্দ ।।
রমজান শেষে পবিত্র ঈদ এসে,
বন্ধু হয়ে আজ মোরা সবাই যাবো মিশে ।
চল মোরা নতুন পাঞ্জাবী পাজামা পরে ঈদগাহে যাই,
এমন একটি খুঁশির দিনে মোরা সবাই আল্লাহর গুনগান গাই ।
নামাজ শেষে কোলাকোলি করে মোরা সবাই বুকে বুক মিলাই,
এমন একটি খুঁশির দিনে কারো সাথে কোনো ভেদাভেদ নাই ।
সিমুই পায়েস খেতে খুব আয়েস,
খেয়ে দেয়ে মোরা আজ পূরন করি মনের খায়েশ ।
এমন একটি দিনে খুব মনে পরে প্রেয়সীর কথা,
এই দিনে প্রেয়সীকে কাছে পেলে ঘুছবে সব ব্যথা ।
এলোরে এলো হে খুঁশির জোয়ার,
আয় তোরা মোর বুকে আয় মুমিন-গুনাহগার ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৯

কালনী নদী বলেছেন: তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ঈদ মোবারক :) :) :)

০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৯

মো: নিজাম গাজী বলেছেন: ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.