নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

রাশেদ ভাই

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৫

মানবতার মূর্ত প্রতিক রাশেদ ভাই,
প্রেম,প্রিতী আর ভালোবাসা দিয়ে তিনি দিয়েছিলেন আমায় ঠাই ।
আমি কষ্টে থাকলে তিনি কেমন যেনো বুঝে যায়,
আমি নিরুপায় হলে তিনি বের করে দেন আমার উপায় ।
প্রথম পরিচিত হওয়ার পরে তার বাসায় আমায় করেছিলেন তিনি দাওয়াত,
দাওয়াত খেয়ে গল্প করলাম তার সাথে আর ভাবির সাথে সারারাত ।
পোলাউ,মিষ্টান্ন,ফল অনেক কিছুই খাওয়ালেন তিনি,
তার আর ভাবির সুন্দর আচরন দেখে মনে হলো যেনো তাদের আমি হাজার বছর ধরে চিনি ।
ছোট ভাই হিসেবে আদর করেন তিনি আমাকে,
ব্যস্ত তিনি চাকুরির মধ্যেও আমার খোঁজ খবর নেন ফাকে ফাকে ।
একদিন রাতে মশার কয়েল ছিলনা আমার ঘরে,
একটু পরে শুনি দরজা আমার ঠুক ঠুক করে ।
বিস্মীত হয়ে খুললাম আমি দরজা,
দরজা খুলে দেখি রাশেদ ভাই হাতে একটা কয়েল নিয়ে দাড়ানো সোজা ।
হাঁসি মুখে বলল নিজাম গাজী ভাই এটি আপনি নিন,
এতটাই অবাক হলাম তাকে ধন্যবাদ দেওয়ার শক্তিও হলো আমার বিলীন ।
তার মধ্যে দেখেছি মানবতা,দেখেছি মানবপ্রেম,
মূলত তিনি মনুষত্ব দিয়ে তৈরি করেছেন ভালোবাসার এক ফ্রেম ।
আমার চোঁখে দেখা তার মতো এতো ভালো,এতো উদার আর কেউ নাই,
দোয়া করি যেনো বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয় এমন রাশেদ ভাই ।






মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.