নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

অভিমান করোনা মা

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৯

মাগো তুমি বাবার উপর অভিমান করোনা,
বাবা তোমায় কতটা ভালোবাসে তাকি তুমি জানোনা?
তুমি রাগলে নাকি তোমায় অনেক ভালো লাগে বলে আমার আব্বাজান,
মাগো তোমরাইতো আমার প্রান ।
মাগো তোমার অভিমান দেখলে আমার আসে অনেক হাঁসি,
তাইতো মাগো তোমাদের আমি অনেক ভালোবাসি ।
মাগো তোমার অভিমান দেখে বাবা ও করেছে অভিমান,
হাঁসি দিয়ে মাগো রক্ষা করো আমাদের সম্মান ।
বত্রিশ বছর আগে বাবা তোমায় করেছেন বিয়ে,
এখনও বাবার উপর অভিমান করো কেনো তোমার বড় বড় পাঁচটি সন্তান নিয়ে?
বাবা তোমায় যাই বলে সেতো তোমার স্বামি,
কতো আর বুঝাবো তোমাদের সন্তান হয়ে আমি?
গর্বিত আমি তোমাদের মতো আদর্শবান বাবা-মায়ের সন্তান হয়ে,
দোয়া করো তোমরা,যেনো আমি থাকিনা কখনও পিছিয়ে ।
মাগো ধন্য তোমাদের ভালোবাসা,ধন্য তোমাদের মন,
পৃথিবীর বুকে চিরকাল টিকে থাকুক তোমাদের পবিত্র বন্ধন ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.