নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বৈশাখী ভালোবাসা

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৩

হলো বাংলা নতুন বছরের সূচনা,
বৈশাখের ভালোবাসায় মুছে গেলো সব মম বেদনা ।
বৈশাখ মানে উল্লাশ,বৈশাখ মানে আনন্দ,
বৈশাখ মানে কবির মুখে নতুন নতুন ছন্দ ।
বৈশাখ মানে হালখাতা,বৈশাখ মানে মেলা,
বৈশাখ মানে গ্রাম-গঞ্জে মাতোয়ারা সব খেলা ।
বৈশাখ মানে পান্তা আর ইলিশ,
বৈমাখ মানে প্র্রেয়সীর কানে গোপনে ফিসফিস ।
বৈশাখেতে প্রেমের দোলা দেয় মনে,
বৈশাখেতে প্রেয়সীর কথা মনে পরে প্রতিটি ক্ষনে ।
বৈশাখ হচ্ছে নতুন বছরের নতুন মাস,
বৈশাখেতে হৃদয়ে শুধু ভালোবাসার সুন্দর বসবাস ।
বৈশাখ বাঙ্গালীর ঐতিহ্য,বৈশাখ বাঙ্গালীর আশির্বাদ,
বৈশাখেতে শুধু ভালোবাসা,নেই কোনো বিবাদ ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে.....
টাইপিং সচেতন হতে হবে

২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৮

মো: নিজাম গাজী বলেছেন: ha.dhonnobad he lekhok.

২| ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

সাহসী সন্তান বলেছেন: কবিতাটা কি আগের রচনা করা, না আজকেই করলেন? মানে শ্রাবন মাসে আইসা হঠাৎ বৈশাখের কবিতা পইড়া মনের মধ্যে প্রশ্নটা উকি দিচ্ছিল, তাই জিজ্ঞাসা করলাম আরকি! ;)

২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩০

মো: নিজাম গাজী বলেছেন: ji vai ata amar boisakh masei lekha kobita.songoto karone se somoy prokash korte parini.dhonnobad he lekhok.

৩| ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

অরুনি মায়া অনু বলেছেন: শ্রাবনে বৈশাখী তপ্ত রোদ ছুঁয়ে গেল

২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৭

মো: নিজাম গাজী বলেছেন: anu mor mone onek betha,tai srabone mone porilo boisakhir kotha. thanks dear anu.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.