নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ভাল মন্দ সম্পূর্ন ব্যক্তিত্বের উপর নির্ভর করে

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

আমার এই লেখাটা পড়ার অনুরোধ রইলো । শুধু দেখি সবাই স্টার জলসার বিরোধিতা করে । এতো মানুষ স্টার জলসার বিরোধিতা করে,তা স্টার জলসাটা দেখে কারা?স্টার জলসাটা বন্ধ করার কারনটা কী?এটা দেখে মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে কেন?এটার মধ্যে এমন কি খারাপ আছে যে এটা দেখে আমাদের খারাপ হতে হবে?ইন্ডিয়ার মানুষ কি স্টার জলসা দেখে না?কই এরা তো পাখির জন্য আত্বহত্তা করে না,এরা তো পাখি না পেয়ে স্বামীর ঘর ছেড়ে চলে যায় না । তাহলে *জলসা দেখে আমাদের কেন আত্বহত্তা করতে হবে,কেন স্বামীর ঘর ছেড়ে চলে যেতে হবে?মূলত ভাল মন্দ সম্পূর্ন ব্যক্তিত্বের উপর নির্ভর করে । খারাপ কিছু দেখলে যে আমার ও খারাপ হতে হবে এটা কেমন কথা? আমাদের দেশের মানুষতো স্টার জলসার চেয়ে আরও অনেক খারাপ মারাক্তক নৈতিকতা বিবর্জীত ক্লিপ দেখে থাকে । তাই বলে কি মানুষ এগুলোকে বাস্তব জীবনে রুপায়িত করবে? অভিনয়ের খারাপ দিকগুলো বাস্তব জীবনে রুপায়ীত করা নিছক মূর্খ্যতার পরিচয় । কাউকে খুন করতে দেখলে কি আমি ও খুনী হবো?মূল বিষয় হল আমার এই কথাগুলো বাস্তবে রুপায়ীত নয় । তাই অবশ্যই ক্ষতিকর স্টার জলসা বন্ধ করা প্রয়োজন| নিজের ভালো থাকার মনমানসিকতা থাকলে কোটি কোটি খারাপ মানুষের মধ্যে ও নিজেকে ভাল রাখা যায় ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৬

অরুনি মায়া অনু বলেছেন: আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। যারা একটা পাখি ড্রেসের জন্য আত্মহত্যা করে, সংসারে অশান্তি করে ভুল তারাই করে। তারা জানেনা জীবন থেকে কি শেখা উচিত আর কি বর্জন করা উচিত।

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

মো: নিজাম গাজী বলেছেন: sohomot poson korar jonno apnake onek dhonnobad he lekhika.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.