নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতির ক্ষমা

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৩

আমি কত করেছি মারামারি কত করেছি হত্যা,
কত নিরীহ মানুষের আমি কেড়ে নিয়েছি সত্তা।
আমি কত করেছি সুন্দরী মেয়েদের ধর্ষন,
কত নির্বাক মানুষ সেই ধর্ষন করেছে দর্শন।
আমার বিরুদ্ধে যারা বলেছে কথা,
রামদা মেরে বুজাইছি আমি তাদের জীবনের ব্যথা।
আমার বিরুদ্ধে যারা করেছে মামলা,
আমি তাদের উপর করেছি মরনঘাতী হামলা।
শতশত খুন করে আমি টুকরো টুকরো করেছি লাশ,
কত অসহায় মেয়ের আমি করেছি সর্বনাশ।
আমি কত করেছি চাঁদাবাজি,কত নিরীহ মানুষের করেছি সর্বনাশ,
গুলি করে আমি কত মানুষকে করেছি বিনাশ।
আমার আছে কত অস্ত্রসস্ত্র,হেরোইন,মদ আর গাজা,
আমি যে অন্ধকার মহলের রাজা।
আমি ভয়াবহ অন্যায়ের রাজত্ব গড়ে তুলি,
আরো অনেক অন্যায় করবো,বাড়ুক আমার পাপের ঝুলি।
কোটি কোটি টাকা হয়ে যায় আমার,
সবকিছু আমি করে দিই ছারখার।
অবশেষে পুলিশ আমাকে গ্রেফতার করতে বাধ্য হয়,
এখান থেকে বুজি আমার হলো পরাজয়।
বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমাকে দেয় ফাঁসির হুকুম,
এই বুঝি এসে গেলো আমার নিকট জম।
অবশেষে মহামান্য রাষ্ট্রপতির নিকট আমি করি প্রানভিক্ষার আবেদন,
রাষ্ট্রপতি আমার আবেদন করেন গ্রহন।
আবেদন গ্রহন করবেন না কেনো,আমি যে ক্ষমতাসীন দলের নেতা,
আমার আবেদন তো কখনও হতে পারেনা বৃথা।
সকালবেলা শুনি মহামান্য রাষ্ট্রপতি আমায় করে দিছেন ক্ষমা,
খুঁশিতে আমি হয়ে যাই রমরমা।
আমি এখন পুরোপুরি মুক্ত,
খুন,গুম আমার জীবনে আবার হবে যুক্ত।
আমি আবারো করবো ধর্ষন,
নিরীহ মানুষগুলো তা চুপ করে করবে দর্শন।
আমার আর কোনো ভয় নেই,আমার জীবন য়ে আর হবেনা নষ্ট,
কেননা আমাকে বাঁচাতে মহামান্য রাষ্ট্রপতির ক্ষমাই যথেষ্ট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.