নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

জান্নাতি হুর

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২০

ঐ বিধি তোমারে সপিয়াছে আমারই তরে,
জান্নাতি হুরবেশী আমি পেয়েছি তোমারে ।
জান্নাত দেখিনি আমি কিন্তু দেখেছি তোমারে,
ঐ বিধি তোমারে সপিয়াছে আমারই তরে ।
গগনে চাঁদ উঠলে যেমনটি ভালো লাগে,
তোমার ললাটে টিপ পরলে ঠিক তেমনটিই লাগে ।
ঐ বিধির দেওয়া তোমার চেহারা কি সুন্দর!
মাঝে মাঝে মনে হয় তুমি মোর জান্নাতি হুর ।
তোমার সৌন্দর্য বর্ননা করার ক্ষেত্রে আমি বড় অক্ষম,
তবে তোমাকে ভালোবাসতে আমি সক্ষম ।
ঐ বিধি দিয়েছেন তোমার কন্ঠ কতইনা মধুর,
মাঝে মাঝে মনে হয় তুমি মোর জান্নাতি হুর ।
ঐ বিধিই তোমারে আমার তরে করিয়াছেন দান,
তাই তবো আমি কবি তোমার তরে রচে যাই গান ।
কি সুন্দর ঐ বিধি করিয়াছেন তোমার ঐ সুর,
মাঝে মাঝে মনে হয় তুমি মোর জান্নাতি হুর ।
যদি বিধি ওপারে করেন মোরে জান্নাতবাসী,
সেইখানে হুর হিসেবে তোমায় চাইবো আমি-
কেনোনা আমি তোমায় ভালবাসি ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব গুড হয়েছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

মো: নিজাম গাজী বলেছেন: donnobad jonab chowdhury..

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হে আল্লাহ আপনি গুডকে বাংলা ভাষার শব্দ করে দিন,আমাকে বাংলিশ এর অপবাদ থেকে রক্ষা করুন।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

মো: নিজাম গাজী বলেছেন: banglish er opobad dibo na jonab..

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৪

রক্তিম ছায়াপথ বলেছেন: কবরে পা রাখ জান্নাতী হুর আপনার জন্য অপেক্ষা করছে।
যাহা মনচাই তাই লেখা আমাদের উচিৎ নয়।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

মো: নিজাম গাজী বলেছেন: akjon kobi a dhoroner lekha likhte pasre ata savabik..

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩১

কানিজ রিনা বলেছেন: হা হ া হ া

২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

মো: নিজাম গাজী বলেছেন: haslen keno rina?

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আহা কবি যদি বাংলায় মন্তব্য লিখতো তবে কতইনা ভালো হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.