নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সবাই স্বার্থপর

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

বন্ধু-বান্ধব পরস্পর,
সবাই জগতের স্বার্থপর।
স্বার্থহীনা আছে যে,নয়রে সে মানব।
স্বার্থ নেই যার,মানব সেতো নয় বরং দানব।।
আপন যারে ভাবি স্বার্থের কারনে সে হয় পর,
তাইতো বলি আমি ছাড়া জগতের সবাই স্বার্থপর,
আমাকে স্বার্থপর স্বীকার না করাই-
আমার এক প্রকার স্বার্থপরতা,
তাহলে আমি কি সকলকে স্বার্থপর বলছি বৃথা?
যে যতই হোকনা কেনো উদার,
সময়কালে এ জগতের সবাই স্বার্থপর।
মাবাবা,ভাইবোন,সহধর্মীনি,
স্বার্থেরই কারনে এরা দিনকে করে রজনী।
হচ্ছে কার জয় আর হচ্ছে কার হার,
আমি ছাড়া এ জগতের সবাই স্বার্থপর।
কেবলমাত্র আমার নিকট নইতো আমি পর,
এজন্য আমি বলছিনা আমায় স্বার্থপর।
দুই গালে দুই চড় দিলে লাগে খুব ডর,
তাইতো আমিসহ জগতের সবাই স্বার্থপর।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

রিকতা মুখাজীর্র্ বলেছেন: অনেক সময় স্বার্থপর হতেও হয়।কি বলেন???
ভালো লাগল পড়ে,এর থেকেই বোঝা যায় আপনি কতটা ভালো।শুভ কামনা।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩০

মো: নিজাম গাজী বলেছেন: apnar tore o suvo kamona he lekhika.ami valo kina seti ami jani na.tobe apnar montobbo dekhe mone holo apni khub valo.thanks dear..

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad jonab..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.