নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সত্যকথার সত্যকথা

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১:৩০


সত্যকথা প্রকাশনি বাংলাবাজারের মধ্যমনি,
২০১২ সালে আমি হয়েছিলাম সেখানে আগমনী ।
প্রকাশক স্যারকে বলিলাম একটা বই কি ছাপানো যাবে?
প্রতিত্তুরে তিনি সুধালেন তাতে অনেক টাকা লাগবে ।
কিছুক্ষন আমি ছিলাম নির্বাক,
তারপরে আমি হলাম অবাক ।
অবাক আমি বলিলাম স্যার টাকা কেনো লাগবে?
স্যার সুধালেন টাকা ছাড়া আপনার বই কে ছাপবে?
আমি বলিলাম স্যার আমার বইতো ছাপানোর উপযোগী,তবে?
তিনি সুধালেন লেখা যত ভালো হোক টাকা ছাড়া হবেনা,আর লেখা যত মন্দ হোক টাকা দিলে হবে ।
আমি নির্বাকতায় থেকে কষ্টের মাঝে কিছুটা সুখ খুঁজে পেলাম,
কারন সত্যকথা প্রকাশনির নামকরনের সাথে স্বার্থকতা খুঁজে পেলাম ।
সত্যকথা প্রকাশনি বলিল সত্যকথা,
আমি অধম পেলাম অনেক ব্যাথা ।
তবুও আমি একটি সত্যকথা শুনলাম,
অবশেষে আমি নির্বাক হয়ে বাসায় চলে আসলাম ।
সত্যকথার সত্যকথা চিরকাল থাকুক অবিরত,
পৃথিবীতে যেনো এমন সত্যকথা হয় প্রতিষ্ঠিত ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১:৪১

অতঃপর হৃদয় বলেছেন: ভাল

২| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: পৃথিবীতে যেনো এমন সত্যকথা হয় প্রতিষ্ঠিত -- সত্যিই জি তাই চান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.