নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সেকাল বনাম একাল

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৭


সেকালের ঈদ ছিল কোলাকুলি সবার বুকে বুকে,
আর একালের ঈদ যে শুধুই ফেসবুকে।
সেকালের ভালোবাসা ছিল চিঠিতে আর প্রেয়সীর স্নিগ্ধ ছোয়াতে,
আর একালের ভালোবাসা মোবাইল ফোন আর লালসার আকাঙ্খাতে।
সেকালের রাজনীতি ছিল চায়ের আড্ডা আর মিছিলে,
আর একালের রাজনীতি হচ্ছে অবৈধ টাকা,লাথি,ঘুষি আর কিলে।
সেকালের বন্ধুত্ব ছিল বিশ্বাস আর ভালোবাসায় আবদ্ধ,
আর একালের বন্ধুত্ব কেবলমাত্র ইন্টারনেটে সীমাবদ্ধ।
সেকালের খেলার সাথী ছিল পাড়ার শিশুরা,ছিল ভালোবাসার ফ্রেম।
আর একালের খেলার সাথী ঐ মোবাইলের গেম।।
সেকালের মাবাবা ছিলেন আদর আর ভালোবাসায়,
আর একালের মাবাবারা আছেন শুধুই যে টাকায়।
আমি অধম বলি আধুনিক তুমি একটু আদিম হয়ে যাও।
আর দয়া করে মোদের সেই আগের ভালোবাসা ফিরিয়ে দাও।।
আশিবর্াদ যারে বলি অভিশাপ সেই বিজ্ঞান,
তবুও মোরা সবাই তারে দিই কত মান।
ডিজিটাল তুমি ধরেছো কোন এই হাল?
একাল চাইনা ফিরিয়ে দাও সেকাল।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৫২

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ভাল লাগলো ধন্যবাদ,সাথে ঈদ মোবারক।

২| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০২

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.