নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ঈদ মানে কী?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

ঈদ মানে কী?
ঈদ মানে খুঁশি-
তা আমরা সবাই জানি।
সংবিধানে যেমন লেখা আছে সবাই সমান,
আসলে কী কেউ দিতে পারবে এই লেখার বাস্তব প্রমান?
ইসলামেও ঈদ সবার জন্য,
কিন্তু অমানবিকতার কারনে এটি হয়েছে নগন্য।
প্রশ্ন রাষ্ট্রের বিবেকের কাছে ঈদ মানে কি আসলেই খুঁশি?
অসহায় মানুষদের কাছে ঈদ মানে আধার আর নিশি।
ঈদ মানে যদি খুঁশি হতো,
তাহলে পথশিশুরা আজ থাকতো না কান্নারত।
ঈদ মানে যদি খুঁশি হতো,
তাহলে ভিক্ষুকেরা আজ থাকতোনা এক টুকরো মাংসের জন্য অবিরত।
ঈদ মানে যদি খুঁশি হতো-
তাহলে পতিতারা আজ শকুনের কাছে তাদের দেহ বিলাতোনা।
ঈদ মানে যদি খুঁশি হতো-
তাহলে হাসপাতালে ঐ দারিদ্র্য রোগী মৃত্যুর দিন গুনতো না।
জবাবদিহি করতে হবে-
যদি একটি কুকুরও মারা যায় রাজ্যে মোর,
একথা বলেছেন খলিফা উমর।
কিন্তু বাংলা রাজ্যের খলিফাগন অসহায়দের দিচ্ছে এ কেমন কামড়?
ধনী খেলোয়াড়দের কোটি কোটি টাকা দিচ্ছেন ঘোষনা,
কিন্তু অসহায়দের প্রতি খলিফার জাগেনা মনে কোনো বাসনা।
তেলে মাথায় তেল দিচ্ছেন-
নারিকেল,সরিষা আরো কতো কী?
খালী মাথা থেকে তেল চুষে নিচ্ছেন আরো কতকী।
বলুন তাহলে ঈদ মানে কী??
আমার অসহায় মানুষদের টাকাগুলো কিছু দুর্নীতিবাজদের হাতে,
সেই টাকা দিয়ে তারা মেয়ে আর মদ নিয়ে আনন্দ করবে আজ রাতে!!
ঈদকে ভালোবাসি কারন ঈদ যে মহাপবিত্র।
কিন্তু আমাদের বিবেক যে আজ মহা অপবিত্র।।
তাহলে বলুন এই ঈদকে কি খুঁশি বলা যায়???
মানবিকতা নেই বলে একে খুঁশি বলা দায়!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

বিজন রয় বলেছেন: ঈদ শুধু খুশির বিষয় নয়, আরো অনেক বড় কিছু।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

মো: নিজাম গাজী বলেছেন: হ্যা তাই। ধন্যবাদ লেখক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.