নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

জীবনানন্দ দাশ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২১


পৃথিবীর বুকে সাহিত্য গগনে-
প্রদীপের মতো যার হয়েছিল চাষ,
তিনি যে আর কেউ নন,তিনিই যে বাংলার জীবনানন্দ দাশ।
তুমি কবি বিধির সর্বশ্রেষ্ঠ উপহার,
তাইতো কবি তোমার কাজের হয়নিকো হার।
মরেও বেঁচে আছো তুমি বাংলার মাঝে,
তুমি যে চিরকাল বেঁচে থাকবে তোমার সকল কাজে।
তুমি কবি আদর্শ,তুমি কবি আলো,
তাইতো বাংলার মানুষ তোমায় বাসে অনেক ভালো।
তোমার লেখনী আর ভালোবাসা,
এখনও ধরার মানুষকে জাগায় অনেক আশা।
তোমার লেখনীতে আছে অনেক আলো,আছে অনেক আনন্দ,
তাইতো তুমি কবি মহান জীবনানন্দ।
তুমি কবি মহৎ,তুমি কবি বীর,
তুমি শুধু বাংলার নয়-
বরং তুমি সমগ্র পৃথিবীর।
সঙ্খচিল বা শালিক হয়ে নয়,
মহাকবি হয়ে তুমি ফিরে আসো এই বাংলায়।
বৈচিত্রময় সেই ধানসিড়ি নদীর তীরে,
তুমি কবি আবার এসো ফিরে।
হে কবি তুমি ফিরে এসো-
ধরো তুমি পৃথিবীর লেন,
তোমার জন্য আজ অপেক্ষমান-
নাটোরের সেই বনলতা সেন।
তুমি এসেছিলে বাংলায়,
তুমি আবার আসবে ফিরে,আছি সেই অপেক্ষায়।
পৃথিবী আজ অপেক্ষমান তোমাকে পাওয়ার জন্য,
হে কবি ধন্য তুৃমি ধন্য সত্যিই তুমি ধন্য।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৬

বিজন রয় বলেছেন: তুমি কবি বিধির সর্বশ্রেষ্ঠ উপহার,.............. সাবাস, এই তো চাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ হে প্রিয় লেখক। ভালো থাকুন।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: জীবনানন্দবন্দনা ভাল লেগেছে।

কিন্তু বনলতা সেন অধরা থেকেই গেল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

মো: নিজাম গাজী বলেছেন: কোথায় বনলতা অধরা থেকে গেলো? আমার কবিতাটি ভালো করে পড়ে দেখুন লেখক।

হে কবি তুমি ফিরে এসো-
ধরো তুমি পৃথিবীর লেন,
তোমার জন্য আজ অপেক্ষমান-
নাটোরের সেই বনলতা সেন।

ধন্যবাদ প্রিয়। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.