নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

আমার আম্মিজানকে খুব দেখতে ইচ্ছা করছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫


মাগো তুমি কেমন আছো?
কতদিন দেখিনা তোমায়,তুমি কী মা ভালো আছো?
বড় ইচ্ছে হয় মাগো ছুটে আসি তোমার কাছে,
কিন্তু তা আমি পারিনা,অনেক ঝামেলা যে আমার চারপাশে।
মাগো ঐদিনগুলো কী তোমার মনে পরে?
যেদিনগুলোতে তুমি আমায় রেখেছিলে অনেক আদরে।
মাগো সেদিন কমতি ছিলনা কোনো তোমার ভালবাসায়,
এখনও মাগো আমি দিন কাটাচ্ছি শুধু তোমার ভালবাসার আশায়।
মাগো তোমার সাদাসিধে মুখটা আমার বড় দেখতে ইচ্ছা করে,
বলো মাগো তোমার দেখা পাবো আমি আরো কত পরে?
মাগো তুমি আমার আলো,তুমি আমার আশা,
মাগো তুমি আমার এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালবাসা।
মাগো তোমায় আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালবাসি,
তাইতো মাগো বারবার তোমার কাছে ছুটে আসি।
এইতো মাগো আর দুইমাস পরে আমি আসবো তোমার কাছে,
অনেকদিন পর মাগো আমি পাবো তোমায় পাশে।
মাগো তোমার ভালবাসা নিয়ে আমি করতে পারবো বিশ্বজয়,
মাগো তোমার আগে যেনো আমার মরন হয়।
মাগো তুমি কি সেই আগেরই মত আমায় ভালবাসো?
বলো মাগো তুমি কেমন আছো?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

হুদাই পাগলামি বলেছেন: মাগো তুমি আমার আলো,তুমি আমার আশা,
মাগো তুমি আমার এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালবাসা।
ভালো লাগছে মা নিয়ে কথা গুলা।



+++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয়। ভালো থাকুন।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

সাইফুর রহমান খান বলেছেন: মা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয়। ভালো থাকুন।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

মুমু পাখি বলেছেন: চমৎকার লিখেছেন, ভালো লাগলো খুব।
আপনি কি দেশের বাইরে থাকেন ?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

মো: নিজাম গাজী বলেছেন: জ্বীনা পাখি। আমি ঢাকার একটি সরকারি কলেজে অনার্স ৪র্থ বর্ষে পড়ি। সেই সুবাদে আমার ঢাকা থাকা হয়। আর আমার আম্মািজান থাকেন আমাদের গ্রামের বাড়ি বাগেরহাটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা মুমু। আপনার সাথে পরিচিত হওয়া যাবে? আপনি সদা পাখির মতই ডাকতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.