নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

অন্ধ ভালোবাসা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯


তুমি মোর হৃদয়পানে এ কেমন সুর ধরালে,
অামি বুজি অন্ধ হয়ে যাবো ওরে মরে।
আশার ভেলায় চরিলে হেলায়,
মেতেছো তুমি কোন এ অন্ধ খেলায়।।
(২)


তুমি মোর স্বান্ধ গানে
তমি মোর হৃদয় পানে,
সুর ধরালে কেমন করে?
আমি বুজি যাবো ওরে তোমার সুরে মরে।(২)


আমারও হিয়ার মাঝে
মোর প্রিয়ার সুর বাজে।
তুমি ওরে মোর গগনের রানী ঐ কননের ফুল,
তোমায় ওরে ভালোবাসতে আমি কবি করি নাইকো ভুল।।(২)


তুমি মোর জীবন তরী তুমি মোর বাহাদুরি,
অন্ধ হয়ে সখা করো নাকো ছলছাতুরী।
তুমি মোর সখের ভেলা,তুমি মোর আশা।
তুমি মোর জীবন খেলা,তুমি মোর অন্ধ ভালোবাসা।।(২)


২৬/০৯/২০১৭
৩.৩০(দুপুর)
সাভার,ঢাকা।
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: মুক্তক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.