নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

কুসংস্কারাচ্ছন্ন ভারত

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮



ভারতকে যদি আমি আধুনিক ভারত বলি-
তাহলে সেটি আমার ভুল বলা হবে,
সেটি আমার মিথ্যা বলা হবে।
আমি একজন কবি হয়ে মিথ্যা সুধাতে চাইনা।
কেনোনা মিথ্যা কোনো কবির ভূষন হতে পারেনা।
ভারত একদিক দিয়ে আধুনিক,অন্যদিক দিয়ে হাজার বছর পিছিয়ে,
তাইতো আমি অধম লিখতে বসছি ভারতকে নিয়ে।।
ভারতবাসীকে আমি হেয় করার জন্য বলছিনা,
বরং ভারতের জাগরণের জন্য বলছি।
ভারতে এখনও পরম্পরা মেলা চলে,চলে পঞ্চায়েত,
চলে সেখানে ধর্ষন আর অত্যাচার।
চলে সেখানে অসহায় মানুষের হাহাকার।।
আজব এক মেলা চলে তথাকথিত আধুনিক ভারতে,
সেখানে কোনো পুরুষের কোনো মেয়েকে যদি হয় পছন্দ,
তাহলে সিদুর পরিয়ে দিয়ে তাকে নিয়ে করে আনন্দ।
সেই দিন হতে সেই অসহায় মেয়েটি হয়ে যায় তার স্ত্রী,
জানিনা এই আজব নীতি তৈরি করেছে কোন অসভ্য মিস্ত্রি।।
ভাবতে বড় অবাক লাগে ভারতের কিছু কিছু স্থানে মেয়েরা এখনও পন্য।
হায়রে ভগবান ভারতবাসী এভাবেই কি হয় ধন্য?
ছি! বিশ্বায়নের এ যুগে মানুষ হয় এতই নগন্য!!
ভারত এই দুনিয়ার ধর্ষনের রাজধানী,
সেখানে কিছু কিছু অসভ্য পিতা তার কন্যাকে,
অসভ্য ভাই তার বোনকে ধর্ষন করে হয় মানি।
আমার বাংলাদেশের অনেক অন্যায়কে আমি শত ধিক দিয়েছি,হাজারো,লাখো,কোটি ধিক দিয়েছি।
কিন্তু এমন তাজ্জব অন্যায়কে আমি কেমন করে জানাবো ধিক্কার?
সেটি আমি ভাবতেছি বারবার।
ভারতকে আমি বাংলাদেশ থেকে পরখ করেছি,
সেখানে যারা ভালো,তারা অনেক ভালো,
সেখানে যারা জ্ঞানী,তারা অনেক জ্ঞানী।
সেখানে যারা ধনী,তারা অনেক ধনী,
সেখানে যারা গরিব, তারা একেবারেই গরিব,
সেখানে যারা অজ্ঞ, তারা একেবারেই অজ্ঞ।
সেখানে যারা নিকৃষ্ট, তারা এই দুনিয়ার সবচেয়ে বেশি নিকৃষ্ট।।
আমার ২য় মাতৃভূমির জন্য অনেক হয় কষ্ট,
কেনো হবে ভারতে অসহায়দের জীবন নষ্ট??
ভারতে যারা সচেতন, তারা এই দুনিয়ার সবচেয়ে বেশি সচেতন।
কিন্তু সেখানে যারা অচেতন,তারা এই দুনিয়ার সবচেয়ে বেশি অচেতন।।
ভারত তার ইতিহাস,ঐতিহ্য,শিক্ষা,সংস্কৃতি সবদিক দিয়ে সারা দুনিয়ায় পরিচিত,
কিন্তু সেখানে অসহায় মানুষ হচ্ছে লাঞ্চিত।
বিশ্ব বিবেক হচ্ছে কম্পিত।।
৪৭ এর আগে বাংলাদেশ ভারত ছিলো,তাই তার দায়ভার আমিও নিচ্ছি,
ভারতের সকলের নিতে হবে এই দায়ভার,
বলতে হবে কেনো হচ্ছে মানবতার হার??
ভারতে এখনও মানুষ না খেয়ে থাকে!
যারা পেটপুরে পোলাও খায় এটি বাধেনা কি তাদের বিবেকে?
ভয়াবহ কুসংস্কারে ভারতকে আকড়ে ধরেছে,
হায় ভগবান অত্যাচারিদের করে দাও সাবধান।।
সেখানে রয়েছে পঞ্চায়েত,রয়েছে ফতোয়া,
ফতোয়ার গ্যাঁড়াকলে অসহায় মানবতা।
এইসব কুসংস্কার ও বৈষম্য কি ভগবান করেছেন তৈরি??
এইসব তৈরি করেছেন তারা,যারা নেতা হয়ে সভ্য সমাজে বীরের বেশে বসবাস করছেন!!!
কোথায় গেলো করমচাঁদ গান্ধী মাহাত্ম্যা?
কোথায় গেলো মানুষের আত্মা??
রবী ঠাকুর,রাজা রামমোহন রায়,
কোথায় গেলো হায়!!
হে ভারতীয় বীরেরা তোমরা ফিরে আসো,
দেখে যাও ভারতের হাল,
এখানে অসহায়রা হচ্ছে নিপীড়িত,
এখানে মানুষ হচ্ছে অত্যাচারিত আর লাঞ্চিত।।
ভারতের একজন মানুষের নিকট রয়েছে হাজার কোটি টাকা,
আবার কোটি মানুষ একেবারেই নিঃস্ব,একেবারেই ফাকা।
বলবে কী ভগবান ভারত কেনো এতো আকাবাকা??
কেনো এতো বৈষম্য,কেনো এতো অত্যাচার?
কেনো এই পঞ্চায়েত,কেনো এই হাহাকার?
এর উত্তর দিবে কি ভারত সরকার??
রচনাকালঃ-৩১/১২/১৭
সময়ঃ ৯.৪২(রাত)
মোরেলগঞ্জ,বাগেরহাট।।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

সৈয়দ ইসলাম বলেছেন: যাক, উত্তরটা আমাদের কাছে জানতে চান নি!

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

মো: নিজাম গাজী বলেছেন: এখন জানতে চাচ্ছি লেখক। উত্তর দিন♥♣

২| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫

প্রািন্ত বলেছেন: খুঁজে খুঁজে ভারত নিয়েই আপনাদের এত গা জ্বালা কেন? আপনারা কী পৃথিবীর আর কোন দেশকে উপলক্ষ করতে পারেননা? ব্রাজিলের কথা বলুন, দক্ষিণ আফ্রিকার কথা বলুন। ব্রাজিলের মোট জন সংখ্যার কত ভাগ লোক এখনও আধুনিকতার ছোয়া পায়নি জানেন? মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে আফ্রিকার ব্যবসায়ী ডেনিস টিটো মহাশূণ্যে পরিভ্রমণ করলেন। অথচ তাদের আফ্রিকায় অপুষ্ঠি ও অনাহারে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়। বড় দেশ হলে সেখানে সবরকমের সবকিছু হয়। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেও ৮% লোক বেকার! সেদেশেও অনেক জনগোষ্ঠি বন্য জীবন যাপন করে। কথায় আছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনারও কি তাই?

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

মো: নিজাম গাজী বলেছেন: দেখেন আপনি যখন তথ্য দিয়েছেন তখন এসব দেশ নিয়েও লিখবো। তবে আগে প্রতিবেশী দেশের কথা লিখবো তো,তারপর। নতুন বছরের শুভেচ্চা। শুভকামনা শতত।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

আবু তালেব শেখ বলেছেন: ভারত একমাত্র ভাল কাজ করছে গরু বাচাতে মানুষ হত্যা আর লাভ জিহাদ ঠেকাতে পিটিয়ে বা আগুনে পুড়িয়ে মারা।

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

মো: নিজাম গাজী বলেছেন: ঠিক বলেছেন লেখক। আপনি কি এর জন্যই আপনার প্রোফাইল ফটো গরুর গুতানি দিছেন নাকি?œ♣ যাহোক নতুন বছরের শুভেচ্ছা।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৫

আবু তালেব শেখ বলেছেন: ভাই যাদের কাছে মানুষ থেকেও গরুর মর্যাদা উপরে তাদের কাছে আহামরি ভালো কিছু আশা করা যায়??
আমিও বাগেরহাটের পোলা

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

মো: নিজাম গাজী বলেছেন: ঠিক কথা বলেছেন। আপনার বাড়ি বাগেরহাটের কোথায় ভাই?

৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: ধর্মীয় গোড়ামি। ছিঃ

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

মো: নিজাম গাজী বলেছেন: ছি ছি। ধন্যবাদ লেখক। নতুন বছরের শুভেচ্ছা।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

আবু তালেব শেখ বলেছেন: ফকিরহাট উপজেলা

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

মো: নিজাম গাজী বলেছেন: ওহ গুড। আপনি কি করেন?

৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

আবু তালেব শেখ বলেছেন: ব্যবসা আপাতত

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

মো: নিজাম গাজী বলেছেন: ওহ। ভালো।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নতুন বলেছেন: ১.৩৪ বিলিওন মানুষের দেশ। বাংলাদেশ থেকে ২২গুন বড় দেশ...

তাদের অথ`নিতি আমাদের চেয়ে অনেক এগিয়ে...
তাদের শিক্ষা,চিকিতসাব্যবস্হা আমাদের চেয়ে অনেক এগিয়ে...

আপনি বাংলাদেশে বসে তাদের সম্পকে এই রকমের কবিতা লেখা মানায় না।

হয়তো চীন/জাপান/আমেরিকা বলতে পারে...

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩

মো: নিজাম গাজী বলেছেন: কেনো মানায় না,কোন যুক্তিতে মানায় না? বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চেয়ে ভালো। ধন্যবাদ।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৪

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এতো মহাভারতীয় মহাকাব্য,এবং যথার্থ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা। ধন্যবাদ লেখক। শুভকামনা শতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.