নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সাহিত্য সেতো চিরস্বাধীন

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯



সাহিত্য কি তা আমি অধম জানিনা,
সাহিত্যকে নিয়ে তৈরি করা নিয়ম আমি মানিনা।
সাহিত্যিকগন যা লিখে তাই সাহিত্য।
আর এভাবেই সাহিত্য চলবে নিত্য।।
সাহিত্য হলো সাহিত্যিকের প্রেম,ভালোবাসা,
সাহিত্য হলো উদ্যম,সাহিত্য হলো আশা।
সাহিত্য নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে চলেনা।
সাহিত্য তৈরি করা নিয়মের কথা বলেনা।।
স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ইত্যাদী মানা সাহিত্য নয়,
সাহিত্যকে যারা নিয়মের মধ্যে আবদ্ধ করেছে তারা সাহিত্যের ভয়।
সাহিত্যমনে যা আসে তাই সাহিত্যের নিয়ম,
নব্য গুরুজন নিয়মকে এখন করেছে যম।।
অন্তরা, আভোগ ইত্যাদী মানা সাহিত্য নয়,
সাহিত্য নিয়মের মধ্যে থাকলে কিভাবে হবে সাহিত্যের জয়??
আমি কোনো নিয়ম মানিনা,আমি কোনো নিয়ম জানিনা।
সাহিত্যিকগন যা লিখে তাই নিয়ম, যদিও হয় তা নিয়মহীনা।।
আমার কথাগুলো শুনে যদি আমাকে খামখেয়ালী মনে হয়,তবে আমি তাই,
তবুও আমি চিৎকার করে বলবো সাহিত্যে কোনো নিয়ন নাই।
রবী,নজরুল,লালনের লেখায় কোনো নিয়ম ছিলোনা।
তাই দয়া করে কেউ নিয়মের কথা বলোনা।।
নিয়ম করেন যারা,তারা সাহিত্য জগতের কলঙ্ক,
তাইতো এরা বারবার ভুল করে সাহিত্যের অঙ্ক।
সাহিত্যকে নিয়মের অর্গলে রেখে কখনও করা যাবেনা পরাধীন।
সাহিত্যের কোনো নিয়ম নেই,সাহিত্য সেতো চিরস্বাধীন।।
সময়ঃ-৩.২১(শেষরাত),
১৪/১২/২০১৭
নিজ বাসগৃহ,
মোরেলগঞ্জ,বাগেরহাট।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: "সাহিত্য মনে যা আসবে তাই সাহিত্য" কথা একদম ঠিক মনে করলাম। জটিল কুটিল নিয়মে বেধে সাহিত্যেকে ল্যাংড়া খোড়া করা হয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪

মো: নিজাম গাজী বলেছেন: সহমত পোষন করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: গত কয়েক বছর ধরে বেশ কিছু কুলাঙ্গার সাহিত্যের বারোটা বাজিয়ে দিচ্ছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

মো: নিজাম গাজী বলেছেন: হুম। তাইতো তাদের বিরুদ্ধে এই লেখা। জেগে উঠুন হে লেখক। ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.