নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

বেকারত্ব দূরীকরণে ঢাকায় চাকরিমেলা চাই

১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২




দেশে সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে বেকারত্ব। শিক্ষিত বেকারের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম দিক ছিলো ঘরে ঘরে চাকরি দেওয়া। সরকার অবশ্য বেকারত্ব দূরীকরণের জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ভালো একটি পদক্ষেপ হাতে নিয়েছে। কিন্তু এখানে ছদ্ম বেকারত্ব সৃষ্টি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। তাছাড়া এখানের বেতন একেবারেই কম। হাজার হাজার গ্রাজুয়েটধারী যুবক-যুবানীরা রাজধানী ঢাকার বুকে হন্নে হয়ে প্রতিনিয়ত ছুটছে চাকরির জন্য। তাই ঢাকাতে সপ্তাহব্যাপী একটি চাকরি মেলার আয়োজন করা জরুরি।

ঢাকাতে চাকরি মেলা হলে সারা দেশের বেকারের জন্যই ভালো। কেনোনা ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো। এই চাকরি মেলায় সরকারের উদ্যোগে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

একথা সত্য যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সারাদেশের অনেক প্রতিষ্ঠানে অসংখ্য পদ খালি রয়েছে। তাই সরকার ঢাকাতে চাকরি মেলার আয়োজন করে সহজেই প্রার্থী নিয়োগ দিতে পারে,পাশাপাশি দেশ থেকে বেকারত্ব দূর করতে পারে। এতে করে একদিকে যেমন বেকারত্ব দূর হবে,অন্যদিকে তেমন সহজেই শূন্যপদ পূরণ হবে। সরকারের প্রতি অনুরোধ রইলো দয়া করে বিশেষ বিবেচনার আওতায় ঢাকাতে সপ্তাহব্যাপী চাকরি মেলার আয়োজন করে দেশের অভিশাপ বেকারত্ব দূর করুন। আশা করি এহেন এক যুগোপযোগী উদ্যোগই হতে পারে সহজে বেকারত্ব দূর করার অন্যতম হাতীয়ার।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৫

বাকরখানি বলেছেন: চাকরি মেলা তো প্রায়ই হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফি সপ্তায় আর অনেকে চাকরি পায়ও। তখন কই থাকেন?

১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

মো: নিজাম গাজী বলেছেন: তখন যোগ্যতা ছিলনা। সদ্য অনার্স পাশ করেছি। ধম্যবাদ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: চাকরির মেলা সম্ভব নয় ভাই।

সারাদেশে উন্নয়ন মেলা হয়ে গেল।

১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

মো: নিজাম গাজী বলেছেন: হুম।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



শিক্ষিত বেকারের সংখ্যা কত হবে?

১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

মো: নিজাম গাজী বলেছেন: ভাই আমিতো জানিনা। আপনি কি জানেন?

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: চাকরি মেলা তে নাকি লাভ হয়না । অনেকেই জীবন বৃত্তান্ত জমা দিয়ে যান । এক পোষ্ট এর জন্য অনেক অনেক জমা পড়ে ।

১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

মো: নিজাম গাজী বলেছেন: হতে পারে। আমার জানা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.