নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ভাত নেই তবুও কবিতা লিখি

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮




পেটের খোরাক ভাত,মনের খোরাক কি?
ভাত নেই তবুও আমি কবিতা লিখি।
দুবেলা না খেয়ে আছি,ক্ষুদার্থ আমি,
ভাত নেই তবুও কবিতা লিখি।।

পেট না ভরলেও ভরেতো মন,
তাইতো কবিতা লিখে যাই আমি অধম।
কবিদের যদি আমি জ্ঞানী পাগল বলি,
তাহলে কবি জাতী আমাকে দিবে গালি।।

কবিগন যে ভালোবাসার পাগল,
কবিগন যে সত্য উদঘটনের পাগল।
রাষ্ট্র যদি কবিদের জীবনে না জ্বলায় বাতি,
তাহলে ভাতে মরবে আমার মতো কবি জাতি।।
কালি নেই ছবি আঁকি!
ভাত নেই তবুও কবিতা লিখি।।

২১/০১/২০১৮
৩.০৪(দিন)
মোরেলগঞ্জ,বাগেরহাট।।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল। :)

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা নিরন্তর।

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪

জনৈক অচম ভুত বলেছেন: লিখতে থাকুন।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা নিরন্তর।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৮

জাহিদ অনিক বলেছেন:

কলম চলুক অবিরাম কবি

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা নিরন্তর।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:

আপনি কি আসলে দুইবেলা না খেয়ে আছেন; নাকি কবিতা'তে ভাবের সৃষ্টি করেছেন? আপনি কমপক্ষে টিউশানি করার চেষ্টা করেন।

২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মো: নিজাম গাজী বলেছেন: এখানে আমি মন্থর। দয়া করে আর প্রশ্ন করবেন না। দুবেলা খেয়েছি... কিন্তু... ধন্যবাদ সুপ্রিয় লেখক। শুভকামনা শতত।। ভালো থাকুন নিরন্তর।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: বড় কষ্টের কবিতা।

২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় লেখক। শুভকামনা শতত।। ভালো থাকুন নিরন্তর।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

জুন বলেছেন: ভাত নেই তাই এত্ত সুন্দর একটা কবিতা পড়লাম নিজাম গাজী :)
অনেক ভালোলাগা রইলো ।
+

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত। ভালো থাকুন সর্বদা।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

আবু তালেব শেখ বলেছেন: কবিতাও জোস ফটোটাও আরো বেশি ঝাক্কাস

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯

মো: নিজাম গাজী বলেছেন: তাই নাকি?? অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত। ভালো থাকুন সর্বদা।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

এ আর উৎপল বলেছেন: যাক বাবা তাহলে এটা কবিতা,, ভাবলাম একে ৪৭ দিয়ে নিষ্প্রান কাগজে ক্ষতবিক্ষত করার কোন গল্প,,,
সুন্দর,,,,,,,

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা। তবুতো একে ৪৭ দেখে আপনি এখানে আসলেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত। ভালো থাকুন সর্বদা।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

শামচুল হক বলেছেন: দারুণ কবিতা। ধন্যবাদ

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত। ভালো থাকুন সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.