নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

একটি চিঠি দাওনা(কবিতা)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬



দাওনা প্রিয়া দাওনা,একটি চিঠি আমায় দাওনা,
তোমার কাছে একটি চিঠি যে আমার হাজার যুগের পাওনা ।
তোমার চিঠির পেয়ে গন্ধ,
হবো আমি অন্ধ ।
মোবাইল,ফেসবুক,টুইটার নয়,
তোমার চিঠিতে হবে যে আমাদের ভালবাসার জয় ।
দাওনা প্রিয়া দাওনা,একটি চিঠি আমায় দাওনা,
তোমার কাছে একটি চিঠি যে আমার হাজার যুগের পাওনা ।
খাম খুলে নাম দেখে পাগল হব আমি,
হে প্রিয়া তোমার চিঠি যে কত দামী ।
চিঠিতে তোমার হাতের লেখা,
আমার যে হবে হাজার বারের চেয়েও দেখা ।
চিঠির মধ্যে ভেসে উঠবে তোমারই মুখ,
আহ্ কি দারুন,কি অপরুপ ।
দাওনা প্রিয়া দাওনা,একটি চিঠি আমায় দাওনা,
তোমার কাছে একটি চিঠি যে আমার হাজার যুগের পাওনা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.