নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোতে আমার লেখা প্রকাশিত হওয়ার কারনে বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮




শুভেচ্ছা গ্রহন করবেন। গত ১৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দৈনিক প্রথম আলোর চিঠিপত্র বিভাগে "র‍্যাগিং বন্ধ করুন" শিরোনামে আমার লেখা প্রকাশিত হয়। লেখার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর কথা উল্লেখ ছিলো। উক্ত লেখাটি প্রকাশিত হওয়ার পরপরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ৯ জন শিক্ষার্থী ফেসবুক,মেসেঞ্জার ও মেইলে আমাকে নানাভাবে বিরক্ত ও অপমানিত করতেছে। এমনকি এরা আমাকে গালিগালাজ দেওয়া সহ হুমকিও দিচ্ছে। যা সত্যিই অপমানজনক ও কষ্টকর। আমি বর্তমানে শঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এক্ষেত্রে আমার করনীয় কি বুজতে পারতেছিনা। তাই আমি এক্ষেত্রে প্রথম আলোর সহযোগীতা ও হস্তক্ষেপ কামনা করছি। দয়া করে আমাকে সাহায্য করুন। ঐ সব শিক্ষার্থী খুবই বিপদজনক এবং নৃশংস। তাই আমি আমার প্রান নাশেরও আশঙ্কা করছি। মেইলের সাথে ঐ লেখাটির যে ফটো টি সেন্ট করেছি তা ওরাই আমাকে মার্ক করে পাঠিয়েছে। দয়া করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমি খুবই চিন্তিত ও উদ্বিগ্ন। আমার জন্য কিছু একটা করুন। দরকার হলে এ বিষয়ে আমি আপনাদের সম্পাদকীয় বিভাগের সাথে কথা বলবো। ধন্যবাদ।

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


শামীম ওসমান, বা খয়রুল কবির খোকনের সাথে তোলা আপনার ছবি ফেইসবুকে দিয়ে দেখতে পারেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মো: নিজাম গাজী বলেছেন: চন্দ্রগাজী ভাই আপনি আমার প্রিয় একজন ব্যক্তি। কিন্তু সব জায়গায় কি ঠাট্টা তামাশা শোভা পায়?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনার চাকুরী নেই, কম্প্যুটার নেই, পেটে সমস্যা, আপনি প্রথম আলোতে কেন লিখছেন? ব্লগে লিখেন!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

মো: নিজাম গাজী বলেছেন: জ্বী ভাই ঠিক বলেছেন। ধন্যবাদ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই দুঃখজনক খবর। যথাযথ ব্যবস্থা নেয়াই ভালো মনে করি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মো: নিজাম গাজী বলেছেন: কিন্তু কি ব্যবস্থা নিতে পারি বলুন?

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই দু:খজনক! আপনার জন্য সহানুভূতি ও দোয়া রইল

আপনি দ্রুত যেসব ফাোন নাম্বার এবং আইডি থেকে হুমকি এসেছে তার উল্লেখ করে স্ক্রীন শট বা রেকর্ড সহ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে জিডি/মামলা করুন। পুলিশের উর্ধতন কর্তাদের বরাবরে অনুলীপি পাঠীয়ে দিন। বিভীন্ন পত্রিকায় বিষয়টি ব্যাপক ভাবে অবহিত করুন। সামাজকি সা্ইট গুলোতেতো অবশ্যই।
সম্ভব হলে ডিআরইউতে ছোট করে সংবাদ সম্মেলন করুন।

আর যতটা সম্ভব সতর্কতার সাথে চলূন। নিশ্চয়ই অপশক্তির নৈতিক ভিত্তি দুর্বল। তারা ধ্বংস হোক।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমত আপনি থানায় যান, তারপর পরামর্শ নিন সেখানে।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



@নাঈম জাহাঙ্গীর নয়ন ,

উনি থানায় গেলে, থানার লোকেরা অপর পক্ষকে লাগিয়ে দিতে পারে আরো জোরে; নিজামের চাকুরী নেই ঘুষ দেবে কোথা থেকে?

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন:
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই দু:খজনক! আপনার জন্য সহানুভূতি ও দোয়া রইল

আপনি দ্রুত যেসব ফাোন নাম্বার এবং আইডি থেকে হুমকি এসেছে তার উল্লেখ করে স্ক্রীন শট বা রেকর্ড সহ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে জিডি/মামলা করুন। পুলিশের উর্ধতন কর্তাদের বরাবরে অনুলীপি পাঠীয়ে দিন। বিভীন্ন পত্রিকায় বিষয়টি ব্যাপক ভাবে অবহিত করুন। সামাজকি সা্ইট গুলোতেতো অবশ্যই।
সম্ভব হলে ডিআরইউতে ছোট করে সংবাদ সম্মেলন করুন।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সৈয়দ ইসলাম বলেছেন:


বিদ্রোহী ভৃগু যা বলেছেন তা করতে পারেন সেক্ষেত্রে প্রথমে আপনার খুব কাছের বন্ধুকে সার্বক্ষণিক ভাবে আপনার সাথে রাখতে পারেন। আর আপনার অবস্থান ফেসবোকের পাবলিক থেকে অনলিমিতে নিয়ে আসুন। নিজের উপর ভরসা রাখুন। এতো ঘাবড়ে গেলে যুদ্ধের আগেই হেরে যাবেন। শুনেন, নিজ প্রচেষ্টা চালউএ যান। বিশ্বাস রাখুন নিজের উপর। আর হ্যা, স্কিন শট বা মোবাইলের ডকোমেন্টগুল্ল অন্য যায়গায় কপি করে রাখবেন, সেই সাথে প্রিন্ট আউট করে সাথে রাখুন।

অশেষ দু'আ থাকলো।
যে ধর্মে আছেন ঐ ধর্মের কিছু মন্ত্র জপ করুন। ধন্যবাদ।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি ওদের কথায় উত্তর দেবেন না, লো-প্রোফাইলে থাকেন; জাহাংগীর নগরে পড়ে মানে, ওদের বিদ্যাবুদ্ধির ঘাটতি আছে, ওরা আপনার ক্ষতি করতে চাইলেও সফল হবে না; কিছুদিন চোখ কান খোলা রাখুন।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিরব থাকুন। বোবার শত্রু নেই।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ওরা নাহিদের ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে জাহাঙ্গীরনগরে গেছে। কিছু করার না থাকলে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করুন।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

রসায়ন বলেছেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের নিকট হুমকি দাতাদের হুমকির প্রমাণ সহ অভিযোগ করুন ।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

তারেক_মাহমুদ বলেছেন: আবু হেনা ভাইয়ার পরামর্শই বেষ্ট, থানা পুলিশের ঝামেলায় না যাওয়াই ভাল।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: বিপদের কথা।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব বিষয়ে আসল নাম দিয়ে লেখালেখি না করাই ভালো। যাই হোক। কিছুদিন ক্যাম্পাসে যাওয়ার দরকার নেই। পারলে বন্ধুদের মাধ্যমে নেতাদের ধরার চেষ্টা করুন। লেখাতে কারো নাম উল্লেখ না করলে তারা এত খেপার কারণ নেই...

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

অর্ক বলেছেন: না, চিঠিপত্রের ওই সামান্য লেখা নিয়ে কে আপনার প্রাণ নাশ করবে! একেবারে অমূলক ভয় পাচ্ছেন। হাতের কাছে পেলে বড়জোর মারধর করতে পারে! দুতিনদিন পরই সবাই সব আপনা আপনি ভুলে যাবে। শতভাগ নিশ্চিত থাকতে পারেন, এই সামান্য লেখার জন্য কেউ আপনার বিরাট কোনও ক্ষতি করবে। ফেসবুকে বা এসব হুমকি ধামকি মোটেই গুরুত্ব দেবার কিছু নেই। এটা তো খুব সোজা! লিখে সেন্ড করে দিলেই হলো! সবাইকে গণহারে ব্লক করুন।
ধন্যবাদ। আবারও বলছি, শুধুমাত্র চিঠিপত্রের ওই সামান্য লেখা নিয়ে কেউ আপনার মাথা ফাটাবে না। নিশ্চিন্তে লিখে যান। এর থেকে আরও কতো তির্যক লেখা পড়েছি আরও কতো বড় বড় প্রতিষ্ঠান নিয়ে! অমন হুমকি ধামকিকে ভয়ের সময় এটা নয়। তারপরও মানসিক শান্তনারর জন্যে থানায় জিডি করতে পারেন।
শুভকামনা

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:


এই বিষয়ে আপনি আরো কিছু লেখেন; আমরা দেখি, ওরা আপনাকে কি করে!

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

বিজন রয় বলেছেন: আমার মনে হয় এটা বড়জোর ওই হুমকি ধামকি পর্যন্ত।
এত বিচলিত হওয়ার কিছু নেই।

মোটের উপর থানায় ইনফর্ম করে রাখুন।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ধারাবাহিক ভাবে লিখে যান। তাদেরও গা সওয়া হয়ে যাবে এক সময়।

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৪

সোহানী বলেছেন: এ সামান্য কথাতে জাবি পোলাপানের এতো অপমান লাগছে!! তা ও সত্য কথা!!!!!

অবশ্য যেখানে ধর্ষনের সেঞ্চুরি পালিত হয় সেখানের ওদের বিরুদ্ধে কথা বলাতো নিজেকেই অপমান করা।.........

বিদ্রোহী ভৃগু এর পরামর্শ সঠিক। অন্তত থানায় জিডি করতে পারেন একটা।

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে কোনো নাগরিকেরই নিরাপত্তা দিতে রাষ্ট্র চরম ব্যর্থ - তাই নিজের ব্যবস্থা নিজেই করতে হবে | তবে ভয়ের কিছুই নেই | কিছুদিন লো প্রোফাইলে থাকুন | বিষয়টা সম্পূর্ণ ভুলে থাকার জন্য অন্যকিছুতে মনোযোগ দিন | সময়ের সাথে সাথে ওদের রাগ অনেকটা পড়ে যাবে | ওদের বিরুদ্ধে অভিযোগ করে আগুনে ঘি না ঢালাই উত্তম |

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আমাদেরও বিশ্বাসযোগ্যতার ঘাটতি আছে।স্কিন শটগুলো কমেন্টে বা পোষ্টে যুক্ত করলে ভালো হতো।
আপনি পারলে স্কিন শটগুলো পোষ্টে যুক্ত করুন।আমাদেরও ওই সব মাহান দাম্ভিকদের প্রফাইল দেখার সুযোগ হত।

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন সব ঠিক হয়ে যাবে।

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

নতুন বলেছেন: এরা কি আপনার পরিচিত? পরিচিত না হলে এদের হুমকি ধামকি শুধুই ইমেইল বা ফেসবুকের ম্যাসেজের মাঝেই থাকবে... এটা নিয়ে এতো চিন্তা করইরেন না।

আর একটা জিডি করে রাখতে পারেন... তবে কাজে লাগবে যদি এরা বাড়াবাড়ি করে...

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুঃখ লাগে দেশের এরকম চরম অবস্থা দেখে। |-)

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

তারেক ফাহিম বলেছেন: থানা পুলিশ করলে ওরা আরও ক্ষেপে যাবে, তার চেয়ে আমি মনে করি, ক্যাম্পাসে যারা তাদের কথায় উঠা-বসা করে, কিংবা তাদের সাথে উক্ত ব্যপারটি শেয়ার করুন।

সাবধানে থাকবেন।

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯

কালীদাস বলেছেন: গত বিশবছর যাবত ছাত্র রাজনীতি যেই শুয়রগুলো করে, এগুলোর অল্পতেই দুনিয়া ভাংচুর করে ফেলার স্বভাব আছে। তবে দলবব্ধভাবে, একা কারও চুলটাও ছেড়ার সাহস নেই। কয়েকদিন অপেক্ষা করেন, নিজেরাই ভুলে যাবে কাকে হুমকি দিয়েছে।

আর আপনি এত ডিটেইলস এড্রেস প্রচার করতে গেছেন কোন আক্কেলে এরকম ওপেন মিডিয়ায়? ঐটা ব্লগ না যে সবাই আপনার লেখাকে পাত্তা না দিয়েই চলে যাবে।

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭

শকুন দৃিষ্ট বলেছেন: যে ইউনির স্টুডেন্ট নাম-ধারী ইস্‌টুপিডেরা ধর্ষনে সেন্চুরী করে বুক-চিতিয়ে ঘুরে বেড়াই; তাদের থেকে এমন হুমকি-ধামকি অস্বাভাবিক না!

সময় এসেছে এটি জঙ্গল থেকে উঠিয়ে এনে সভ্য সমাজে স্থানান্তরের।

আপনি চুপ-চাপ থাকুন, ইত্‌রাগুলা কিচ্চু করতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.