নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

পান আবিষ্কার

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪



কোনো এক রাজ্যের রাজার মাংস খাওয়ার পর,
হঠাৎ করে বমি বমি ভাব হলো তার।
রাজা সুধালেন কে আছো তোমরা দূর করো মোর এই অশ্বস্তি,
যদি কেউ না পারো তবে দিবো তোমাদের কঠোর শাস্তি।।
সকলে রাজার আদেশ শুনিয়া ছোটাছুটি করে,
সন্ধানে চলে গেলো বাহিরে।
কেউ কেউ নিয়ে আসলো বিভিন্ন অহেতুক সামগ্রী,
অবশেষে এক বৃদ্ধা নিয়ে আসলো সুপারি।।
মহারাজ হুংকার দিয়ে ফেলে দিলেন সুপারি সহ সকল সামগ্রী,
মেঝেতে সব গড়াগড়ি করে ফেটে গেলো বৃদ্ধার সুপারি।
বৃদ্ধা আলতো আলতো কন্ঠে বললো দেখুন মহাশয় সুপারিটা কি সুন্দর,
মহাশয় আমি একবার খেয়ে বুজেছি এর কদর।।
মহারাজ সুধালেন দাও হে বুড়ি মুখে দিয়ে একটু দেখি,
কসকস লাগে তবু মুখে আরো কিছুক্ষন রাখি।
কসের মধ্যে সুপারির আছে যে অনেক রস,
মহারাজ তো বুজে ফেললেন সুপারির কি যশ।।
শুধু সুপারি চিবুতে অনেকটাই বিস্বাদময়,
মহারাজ সুধালেন সুপারির সাথে আর কি কিছু হয়?
রাজ প্রসাদ থেকে সবাই নেমে গেলো আবার মাঠে,
কেউ খোঁজে এই ঘাটে,কেউ খোঁজে ঐ ঘাটে।।
কেউ পেলো ঘাসপাতা,কেউ পেলো কাশপাতা,
সকলের খোঁজাখোজি বোধহয় হচ্ছে বৃথা।
অবশেষে এক ভৃত্য নিয়ে এলো পানপাতা,
মহারাজ মুখে দিয়ে বললেন এতো লাগে অনেক ঝাল।
বিজ্ঞানী তখন শুরু করলেন গবেষনার তাল।।
চালাক গোপাল বললো ভাতে লাগে নুন,
তাইতো মহাশয় পানে লাগবে চুন।
পাথরের তৈরি চুন পানে দিয়ে খেলেন রাজা,
মুখ তার পুড়ে গেলো,পেলেন অনেক সাজা।।
অবশেষে গোপাল ক্ষমা চেয়ে ঝিনুকের তৈরি চুন এনে দিলো,
বাহ! এবার মহারাজ পান,সুপারি,চুন খেয়ে অনেক মজা পেলো।
একটু নেশার জন্য গোপাল তাতে মিশিয়ে দিলো তামাক পাতা,
মহারাজের বমি আসলে এখন সে খায় পান পাতা।।জর্দ্দা সেতো বিশ্বায়নের আবিষ্কার,
তাই তার গবেষনা করলাম পরিহার।।
সেইদিন হতে রাজা-রানী সবাই খায় পান,
পান খেয়ে সবাই ধরে শুধু গান।
স্বয়ং রাজা যখন খায় পান,
তাই রাজ্যের সকলে পান খেয়ে বজায় রাখে তাদের মান।
রাজাসহ সকলে পেলো পানের উপকার,
সেইদিন হতে এভাবেই হলো পান আবিষ্কার।।
//২৫/০২/২০১৮
৪.১৮(বিকাল)
নিজ বাসগৃহ
মোরেলগঞ্জ,বাগেরহাট।।
বিঃদ্রঃ- এটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে কিভাবে পান আবিষ্কার হয়েছে তা আমার অজানা।।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


এখন নিজাম গাজীকে কবিয়াল বলা যায়

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২

মো: নিজাম গাজী বলেছেন: চন্দ্রগাজী ভাই কবিয়াল কি? আমিতো কবিয়ালই বুঝিনা। যাহোক আপনাকে ধন্যবাদ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: পানের দাম বেড়ে গেছে। একটির দাম পাঁচ টাকা। রাজা আর রানিরা কেবল খাবে তা । :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

মো: নিজাম গাজী বলেছেন: ভাই ঠিক কথা বলেছেন। তবে একটির দাম ৫ টাকা নয় বরং ১০ টাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

আবু তালেব শেখ বলেছেন: সেলিম আনোয়ার ভাই পানের দাম জানেন না মনে হয়, ৭/ ৮ টাকার নিচে পান খেতে পারছি না। একটা খালি পানের দাম পড়ছে৩/৪ টাকা।

কবিতা ভালো লেগেছে বরাবরের মত

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই। আপনি ঠিক বলেছেন। তবে আমাদের এলাকায় একটি পান অর্থাৎ বানানো পান ১০ টাকা।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক। শুভকামনা শতত। ভাই আপনি বাগেরহাট কবে আসবেন বলেন?

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

টারজান০০০০৭ বলেছেন: পান খাইয়া ঠোঁট লাল করিলাম ,
বন্ধুর খবর , পাইলাম না.........

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা। নিয়মিত পান খেয়ে ঠোট লাল করুন বন্ধুর খবর নিশ্চয়ই পাবেন। আর যদি না পান তাহলে তো আমি আছিই..if you মাইয়া!♣♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.