নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

নারীরা জেগে উঠুক

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭


হে নারী তোমরাই আমাদের সম্মান,

তোমরাই এ ধরনীর প্রান ।

তোমরাহীনা এ ধরনী ধূ ধূ অন্ধকার,

তোমরা এ ধরার গর্ব,তোমরাই এ ধরার অহংকার ।

নারী শব্দটির মধ্যে কেমন যেন একটা অসহায়ত্ব লুকায়িত । নারীগন চিরকাল এ দুনিয়ায় অত্যাচারিত ও অবহেলীত । পুরুষ ছাড়া নারীগন যেমন অস্তিত্যহীন,ঠীক তেমনি নারী ছড়া পুরুষগন প্রানহীন । নারী ও পুরুষ একে অপরের পরিপূরক । আর নারীগন এই কতিপয় অত্যাচারী পুরুষের অত্যাচারের শিকার । কিন্তু নারীগন নির্বাক । পৃথিবী সৃষ্টির শুরু হতে এ পর্যন্ত নারীগন কতিপয় পশুরুপী পুরুষের নির্যাতন ও অত্যাচারের শিকার । আর এর পিছনে আমাদের পুরুষশাসিত সমাজ দায়ী । সবচেয়ে বেশি দায়ী নারীর চুপ করে থাকা,নারীর নির্বাকতা । কেন চূপ করে থাকবে তোমরা? তোমরাই আমাদের মা,তোমরাই আমাদের বোন তোমরাই আমার/আমাদের স্ত্রী । তোমরাতো পুরুষের মতই সমান এক সত্তা । তোমরাতো মানুষ । তোমরা কেন অত্যাচার সহে রও? তোমাদের শরীরে শক্তি কম,তাইনা? তোমাদের মনোবল কম,তাইনা? মনে রাখবে পৃথিবীতে একমাত্র মানুষই তাদের দৈহিক শক্তি ছাড়া প্রতিনিধিত্ব করে । তবে নারীগন প্রাকৃতিকভাবেই দূর্বল । শরীরে শক্তি কম হলেই যে নির্যাতিত হতে হবে সেতো কোন কথা হতে পারেনা । এ দুনিয়ায় অনেক অসুস্থ শক্তিহীন পুরুষ অনেক ভালো কাজ করেছেন । যেমন লর্ড ব্রেইলি । যিনি অন্ধদের জন্য ব্রেইলি পদ্ধতি আবিষ্কার করেছেন । সেই ব্রেইলিতো একেবারে পঙ্গু ও শক্তিহীন পুরুষ ছিলেন । কিন্তু সেতো পেরেছেন । এই দুনিয়াকে তিনিতো ব্রেইলি পদ্ধতি উপহার দিয়ে গেছেন । কিন্তু এই দুনিয়াকে তোমরা কী দিলে? তোমরা অনেক দিয়েছ । তবে তোমাদের নিকট হতে আরো ভালো কিছু পাওয়ার জন্য আজ পৃথিবী অপেক্ষমান । তোমাদের দু:খ কষ্ট দেখে আজ এই ধরনী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে । ধরনী আজ প্রতিশোধের অনলে জ্বলজ্বল করতেছে । সে অত্যাচারি পুরুষের শাস্তি চায় । আর ধরনী আজ অভিমান করে আছে নারীদের উপরে । কারন তোমরা নারীগন নির্বাক থাকো । তোমরা সর্বংসহা বলে ধরনী আজ কাঁদতেছে । তোমরা ধরনীর কান্না থামাও । তোমাদের কেউ একটা চড় মারলে তোমরা তাকে দশটি লাথি মারো । প্রতিবাদ করতে শেখো,মনকে শক্ত করো,মজবুত করো । মনে রাখবে তোমরা পরিপূর্ন এক সত্তার মানুষ । পুরুষ রাজত্ব করতে পারলে তোমরা কেন রাজত্ব করতে পারবে না? ধর্ম পালন করো কিন্তু ধর্মান্ধ হয়োনা । তোমাদের পিছিয়ে থাকার পিছনে কুসংষ্কারপূর্ন ধর্ম অন্যতম দায়ী । পুরুষের কথা তোমরা শোনো,কিন্তু পুরুষ কেন তোমাদের কথা শোনেনা? নিজেকে অসহায় ভেবোনা । ঘরের মধ্যে বন্দি না থেকে ছড়িয়ে পরো সারা দুনিয়ায । এভারেস্ট জয় করো বারবার,নোবেল জয় করো শতবার । নির্বাক থেকোনা,চুপ থেকোনা । নিজেকে হীন ভেবোনা । পুরুষ যদি পুরুষত্বকে জয় করতে পারে,তাহলে তোমরা কেন তোমাদের নারীত্বকে জয় করতে পারবে না? সমগ্র দুনিয়াকে দেখিয়ে দাও তোমরা অনেক কিছু পারো । প্রতিবাদ করতে শেখো । মালালা ইউসুফজাই আর বেগম রোকেয়া হও । আবারো বলছি নিজেদেরকে অসহায় ভেবো না । নারীদের অসহায়ত্বের পিছনে নারীদের পবিত্র সম্ভ্রম বেশ দায়ী । কারন কতিপয় পশুরপী পুরুষ নারীদের এই পবিত্র সম্ভ্রম কেড়ে নেয় । নারীদেরকে ধর্ষন করে । আর নারীগন ধর্ষিতা হয়ে চূপ করে থাকে । তোমরা আর কত কাল এভাবে চূপ করে থাকবে আর ধর্ষিতা হবে? কোন পুরুষ তোমাকে ধর্ষন করলে তুমি প্রতিবাদ করে আন্দোলন করে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে বুঝিয়ে দাও যে নাররীগন ভোগ্যপন্য নয়। তোমার কাছে যৌতুক চাইলে তুমি মামলা করো,আন্দোলন করো । আর নির্যাতিত হয়োনা । তোমাদের উপর পুরুষের নির্যাতন দেখে আজ পৃথিবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে । বড় হতে শেখো । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (পুরুষ) হতে পারলে তোমরা নারীগন কেন হতে পারনা? পারবে তোমরা পারবে । তোমাদের পরিশ্রমি,প্রতিবাদী ও নির্ভিক হতে হবে । তোমাদের জাতীসংঘের মহাসচিব হতে হবে । তোমাদের আত্মবিশ্বাস থাকতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে । আবার নারীগন কিচু কিছু অত্যাচারী নারীদের হাতেও অত্যাচারিত ও নির্যাতিত । আবারো বলছি তোমায় কেউ একটা চড় মারলে তুমি তাকে দশটি লাথি মারো । নির্বাক থেকোনা । তোমাদের পিছিয়ে থাকার পিছনে তোমাদের নির্বাকতাই সবচেয়ে বেশি দায়ী । তোমাদের মনোবল কম কেন? মনোবল বৃদ্ধি করো । এই দুনিয়ায় শুধু তোমাদের রান্নাবান্না ও স্বামীর খেদমত করার জন্য জন্ম হয়নি । বরং এই দুনিয়ার হাল ধরার জন্য ও তোমাদের জন্ম হয়েছে । তোমরা এ দুনিয়ার আশির্বাদ,অভিশাপ নয় । এই দুনিয়ায় তোমরা মালালা আর বেগম রোকেয়া হয়ে জন্মগ্রহন করো । অত্যাচারি ধর্ষক পুরুষকে আইনের কাঠগড়ায় দাড় করাও । সকল অত্যাচার,অসত্য ও সকল অন্যায়কে প্রতিহত করে দেখিয়ে দাও তোমরা নারী,সত্যিকারের নারী । জয় হোক নারীত্বের,জয় হোক সারা দুনিয়ার ।



তোমাদের নেই কোন ভয়,

তোমাদের হবে জয় ।

অত্যাচারীকে মারো ডান্ডাবাড়ি,

জেগে ওঠো হে নারী ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৭

চাঁদগাজী বলেছেন:


রচনা তেমন সুবিধা হয়নি।

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

মো: নিজাম গাজী বলেছেন: জ্বী। যেনো সুবিধা করতে পারি তাই একটু পরামর্শ চাই। যদিও এটি প্রবন্ধ। ধন্যবাদ প্রিয় লেখক।

২| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সকল নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা। কোনো নারীকে কষ্ট দিলে ক্ষমাপ্রার্থী...

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

মো: নিজাম গাজী বলেছেন: হবু ভাবি আপনাকে ক্ষমা করে দিছে ভাই। ধন্যবাদ ও শুভকামনা শতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.