নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

পানগুচি নদীতে সেতু চাই

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩১




বাগেরহাট জেলার সর্ববৃহৎ উপজেলা মোরেলগঞ্জ উপজেলা। বৃহত্তর এই মোরেলগঞ্জ উপজেলার বুক চিরে বয়ে চলছে পানগুচি নদী। এই নদীটি অত্যন্ত স্রোতস্বিনী ও গভীরতম একটি নদী। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যে স্বাধীনতার ছেচল্লিশ বছর পূরণ হওয়া সত্ত্বেও এখন পর্যন্তও নির্মান করা হয়নি এই নদীতে সেতু।

বৃহত্তর মোরেলগঞ্জ উপজেলায় প্রায় তিন লক্ষ জনতার বসবাস। পানগুচি নদীতে সেতু না থাকার কারনে চরম দুর্ভোগে পরেছে বৃহত্তর এই উপজেলার জনতা। বিশেষ করে চরম বিপাকে পরেছে সাধারন মানুষ ও স্কুল,কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। গত বছরের ২৮ মার্চ পানগুচি নদীর পারাপারের ট্রলার ডুবিতে প্রানহানীসহ অনেক হতাহতের ঘটনা ঘটে। তাই জনদুর্ভোগ লাঘবে পানগুচি নদীতে সেতু নির্মান করা জরুরি।

এছাড়া শরনখোলা উপজেলার জনতারও যাতায়াতের অন্যতম মাধ্যম এই পানগুচি নদী। প্রতিদিন ট্রলারে পানগুচি নদীতে এপার থেকে ওপারে হাজার হাজার লোক যাতায়াত করে। ট্রলারে যাতায়াত করায় অনেকেই শঙ্কিত ও উদ্বিগ্ন। তাই এ উপজেলার সর্বপ্রকার মানুষের প্রানের দাবী পানগুচি নদীতে সেতু নির্মানের। এর আগে মোরেলগঞ্জ ও ঢাকাতে পানগুচি নদীতে সেতু নির্মানের দাবীতে বেশ,কবার মানব বন্ধন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সুফল মেলেনি। তাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের প্রতি অনুরোধ দয়া করে জনদুর্ভোগ লাঘবে অচিরেই পানগুচি নদীতে সেতু নির্মান করা হোক।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


নদী কতটুকু প্রশস্ত?

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০১

মো: নিজাম গাজী বলেছেন: জানিনা ভাই। তবে রুপসা নদীর চেয়ে বড় হবে। ধন্যবাদ।

২| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

আবু তালেব শেখ বলেছেন: বরিশাল পটুয়াখালী তো ব্রীজের বন্যা বয়ে গেছে। আপনাদের টা হয়নি কেন?

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০২

মো: নিজাম গাজী বলেছেন: আমরা অবহেলীত তাই। আমাদের মাথায় তেল নেই তাই কেউ তেল দিচ্ছেনা। ধন্যবাা।

৩| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪২

তারেক ফাহিম বলেছেন: নদীর ভিড়ে পানগুচি নদীটি হয়ত দৃষ্টিতে পড়ে নাই হয়ত :-/

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪

মো: নিজাম গাজী বলেছেন: হাহা। একেবারে ঠিক বলেছেন। এদিকে নদীর কোনো অভাব নাই। ধন্যবাদ।

৪| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " জানিনা ভাই। তবে রুপসা নদীর চেয়ে বড় হবে। ধন্যবাদ।"

-নিজের নদীর প্রস্হ কত না জানলে কেমনে চলবে? এই অবস্হায় আপনাকে বাঁশের সেতু বানানোর পরামর্শ দেয়ার দরকার।

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৫

মো: নিজাম গাজী বলেছেন: ভাবতেছি চাঁদগাজীর বাশের কেল্লা(সেতু) করবো ভাই।

৫| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: আপনারা সবাই মিলে আপনাদের এলাকার এমপিকে ধরেন।
এছাড়া অন্য কোনো উপায় নাই।

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৭

মো: নিজাম গাজী বলেছেন: ধরলে কোনো কাজ হবেনা। ধন্যবাদ।

৬| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৫

আবু তালেব শেখ বলেছেন: চাঁদগাজি সাহেব রুপসা নদী চেনেনা নাকি?

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬

মো: নিজাম গাজী বলেছেন: উনি যে জিনিস রুপসা নদী না চিনলে সেটি জাতীর জন্য অপমানকর হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.