নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হোক

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩




বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো অত্যন্ত জরুরি। এখনো বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা মাত্র ত্রিশ বছর। অথচ উচ্চতর শিক্ষাব্যবস্থায় যে অনাকাঙ্ক্ষিত সেশনজট লেগেই আছে তাতে ত্রিশ বছরের মধ্যে শিক্ষাজীবন শেষ করে সরকারি চাকরি পাওয়া অত্যন্ত কষ্টদায়ক ও সোনার হরিণের মতো। ‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই’। কিন্তু ত্রিশ বছরের মধ্যে কে দেবে আমাদেরকে সোনার হরিণ? বর্তমানে সেশনজটযুক্ত শিক্ষাব্যবস্থায় চার বছর মেয়াদি সম্মানকোর্স শেষ করতে সাত-আট বছর লেগে যায়। আর এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স শেষ করতে প্রায় দুই বছর লাগে। তাহলে ত্রিশ বছরের মধ্যে সরকারি চাকরি পাওয়া কী করে সম্ভব? ৩৫ বছর বয়সে কি মানুষ কর্মক্ষম থাকে না? অবশ্যই থাকে। তাহলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না কেন?
বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো। মাত্র দুটি বছর বাড়ানো হলে লাখ লাখ বেকারের স্বপ্নের দ্বার উম্মোচিত হবে। তারা খুঁজে পাবে আলোকময় পথ।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে মনে হয় সেটা আর হবে না নিজাম ভাই।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

মো: নিজাম গাজী বলেছেন: হবে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১

পলাশবাবা বলেছেন: কৈ ছিলেন ভাই ? কয়েকদিন আগেই পিএম এই চ্যাপ্টার বন্ধ করে দিয়েছেন।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২

মো: নিজাম গাজী বলেছেন: বন্ধ করলে কাজ হবেনা,চ্যাপ্টার খুলতে হবে। ধন্যবাদ।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

তারেক ফাহিম বলেছেন: শিক্ষা ব্যবস্থা

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪

মো: নিজাম গাজী বলেছেন: কি ভাই শিক্ষাব্যবস্থা ভালো না,তাই??

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

কাওসার চৌধুরী বলেছেন:


সরকারী চাকুরীতে বয়স সীমা থাকবে কেন? একজন নাগরিক যখন ইচ্ছা সরকারী চাকরিতে জয়েন করার অধিকার থাকতে হবে। বয়স দিয়ে যোগ্যতা বিচার করা ঠিক না। আমি দীর্ঘ দিন লন্ডনে পড়শুনা করে এসেছি। অভিজ্ঞতা অর্জন করেছি কিন্তু সরকারি চাকরির বয়স চলে গেছে। আমি যোগ্যতা থাকার পরও অযোগ্য! এটা কেমন কথা। আমি সরকারি চাকরিতে যুক্ত হলে লাভটা দেশের হতো। আমরা আইন করে অভিজ্ঞদের রিজেক্ট করে দেই। আর আনকোরাদের জামাই আদর করি। এদেশে মেধার মূল্য নেই। দুর্ভাগ্য।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

মো: নিজাম গাজী বলেছেন: আপনার কথায় যুক্তি আছে কিন্তু মুক্তি নেই। অর্থাৎ সরকার এব্যবস্থা কখনও করবেনা। ধন্যবাদ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫

তারেক ফাহিম বলেছেন: মায়ের পেটে থাকাবস্থায় পিএসপি কমপ্লিট করলে চাকুরীর আবেদন করার যোগ্যতা হাসিল করতে পারবে :(

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা। এতো রেগে গেলেন ভাই। হাঁসির হলেও কথাটি অনেক কষ্টের। ধন্যবাদ।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৭

পলাশবাবা বলেছেন: শিক্ষা ব্যবস্থা য় একটা লিংক আছে । দেখে আসতে পারেন। লিংক টা দেখে প্রতিউত্তর হয়তবা পরিবর্তন করার ইচ্ছাও হতে পারে।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মো: নিজাম গাজী বলেছেন: দেখেছি,পড়েছি,মন্তব্য করেছি। ধন্যবাদ জনাব।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬

তারেক_মাহমুদ বলেছেন: খুবই যৌক্তিক দাবী, বাস্তবায়ন হওয়া জরুরি।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

মো: নিজাম গাজী বলেছেন: জ্বী। ধন্যবাদ জনাব।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

প্রামানিক বলেছেন: দাবী যাই হোক, না দিলে করার কিছু নাই- - -

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মো: নিজাম গাজী বলেছেন: রাইট। ধন্যবাদ জনাব।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: সহমত।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মো: নিজাম গাজী বলেছেন: : জ্বী। ধন্যবাদ জনাব।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশে ঠিকমত কর্মসংস্থানই তৈরী করা যাচ্ছে না? বয়স নিয়ে পরেও ভাবা যাবে।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

মো: নিজাম গাজী বলেছেন: তা ঠিক। তবে বয়সের সমাধান আগেই করতে হবে। ধন্যবাদ জনাব।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১১

নোয়াখাইল্ল্যা বলেছেন: সরকারী চাকুরীতে বয়স সীমা থাকবে কেন?কাওসার চৌধুরী ভাইয়ের সাথে একমত।
তবে ৬০ বছর পর অবসর নেয়া বাধ্যতামূলক করা দরকার।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

মো: নিজাম গাজী বলেছেন: আপনি বলছেন প্রবেশের সীমা থাকবেনা,অথচ অবসরের সীমা থাকবে তাও ৬০ লিখে দিছেন। তাহলে যার বয়স ৬১ সেতো আর আবেদন করতে পারলোনা। যাহোক ধন্যবাদ।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:১০

জনদরদী বলেছেন: আমিতো মনে করি সরকারি চাকুরিতে বয়সসীমা কিছু কিছু ক্ষেত্রে বেশিই আছে , সেগুলো কমানো উচিত । যেগুলোতে শুধু মাত্র স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি দরকার সেসব চাকুরীর বয়সসীমা ৩০ হবে । একজন এইচ,এস,সি যোগ্যতার প্রার্থীর বয়সসীমা কেন ৩০ হবে? সেটা অবশ্যই ২৫ করা উচিত । ১৮ বছরে এইচ,এস,সি পাশ করে ১২ বছর বেকার থাকার কোন দরকার নাই । লক্ষ লক্ষ ছাত্র শুধু সরকারী চাকুরীর আশায় বছরের পর বছর সময় নষ্ট করে বেকার থাকবে এটা মেনে নেয়া যায় না । তাদেরকে অবশ্যই বিকল্প কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১৩

মো: নিজাম গাজী বলেছেন: খুব যৌক্তিক কথা বলছেন প্রিয় লেখক। কিন্তু সরকার কি করবে এ ব্যবস্থা? ধন্যবাদ। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.