নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

যাদুর দিলে ব্যথা নাইরে

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৮



পাষাণ বন্ধু কষ্ট দিয়া আছে বড় সুখে,
আমি কি থাকবো বলুন তারই জন্য দুখে?
দিলের মধ্যে দুখের পাহাড় কান্নার জোয়ার বয়,
নরম দিলে কষ্ট দিলে তাকি সওয়া যায়?(২)


দিল বোঝেনা কোনো নিয়ম,দেখেনারে বাধা,
মুক্ত আমার হাত-পা যে,দিল ওরে বাধা।
দিলের খবর দিল বোঝেরে,বোঝেনারে সে,
দিলের মধ্যে ঝড় উঠেছে,ভাঙ্গবে তাহা কে??(২)


ওহহ নিঠুর বন্ধু কষ্ট দিয়া সুখে আছেরে,
আমার দিলে সুখ বসেছে তার সুখের জন্যরে।
আমার দিলে যাদু আছে বুঝলোনারে সে,
ব্যথা লাগে দিলে ওরে সেই জাদুর জন্যরে।।(২)


সেই যাদুতে পুড়ি আমি বুঝলোনারে পাষাণ বন্ধুরে,
ব্যথা লাগলে সুখ পাই ওরে যাদুর দিলেরে।
হায় মোর যাদুর দিলে ব্যথা নাইরে,আছে ওরে সুখ।
যাদুর দিলে ব্যথা পাক,হোকনা শত দুখ।।(২)


//রচনাকালঃ


২৬/০৭/১৮


সময়ঃ ১.৪৯(রাত)


বাগেরহাট সদর।।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: এটা কি গান লিখেছেন?
সুর টা ঠিক ভাবে দিতে পারলে - দারুন হবে।
গীতিকার গান লিখেন, সুরকার সুর করেন আর গায়ক গান গায়। তিন জনের মিলিত চেষ্টায় হয়ে উঠে সুমধুর।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:০০

মো: নিজাম গাজী বলেছেন: জ্বী ভাই গান লিখেছি। তবে সুর দেওয়ার ক্ষমতা আমার নেই। কারণ আমি সুরকার নই,কন্ঠশিল্পী ও নই। তবে আপনি ঠিক বলেছেন। মুলত আমি সুরকার ও কন্ঠশিল্পী খুজছি কিন্তু পাচ্ছি না। আমার আরো অনেক গান আছে বাট কি করবো বলুন। যদি আপনি খোজ পান তাহলে দয়া করে জানাবেন। আর আপনি ইচ্ছা করলে সুরকারের কাজ করতে পারেন। এ্যালবামে আপনার নাম থাকবে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।

২| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:


মাটির কথা, মাটির গান..
শিরায় শিরায় দিচ্ছে টান...

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫২

মো: নিজাম গাজী বলেছেন: আপনার শিরায় টান দিলে,
মিলে যায় আমার দিলে ঃ)
ধন্যবাদ প্রিয়। শুভকামনা শতত।

৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৭

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ জনাব প্রিয় লেখক। শুভকামনা শতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.