নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

দুই বাংলার প্রেম প্রীতি

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮



এপার বাংলায় আমি থাকি ওপার বাংলায় সে,
মন বোঝেনা তার কাছে কেমনে যাবোরে।
ভাগ হয়েছে দেশ ওরে হয়নিতো ভাগ মন,
রাগ করোনা প্রিয়া তুমি আসবে শুভক্ষন।।

সরকার ওরে ভিন্ন মোদের,মনতো ভিন্ন নয়,
হৃদয়ের টান থাকলে ওরে হবেযে মোদের জয়।
পশ্চিমবঙ্গের ভাইতো ওরে আমার বাংলাদেশ,
দুই বাংলার এই প্রেম-প্রীতির নাইকো ওরে শেষ।

তোমার আমার প্রেম-প্রীতি যেমনও মধুর,
দুই বাংলারও ভালোবাসা তেমনি সুমধুর।
রাষ্ট্র মোদের ভিন্ন ওরে,ভিন্নতো নয় ভাষা,
এই ভাষায়ই প্রেম জাগে,জাগে ওরে আশা।।

ওপার বাংলায় মা জননী,এপার বাংলায় বাবা,
ওপার বাংলা মন্দির ওরে,এপার বাংলা কাবা।।
এপার বাংলায় বোন থাকে,ওপার বাংলায় ভাই,
দুই বাংলার এই প্রেম-প্রীতির শেষ যে ওরে নাই।

রচনাকাল,
০৬/০৮/২০১৮
৩.৩৯(রাত)
বাগেরহাট সদর,
বাংলাদেশ।।

বিঃদ্রঃ- উক্ত কবিতাটি লেখা হয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত কন্ঠশিল্পি অভিষেক কুমার মিত্র স্যারের সম্মানার্থে ও তার নির্দেশে
https://www.youtube.com/watch?v=n0Evn3LTpd4&feature=youtu.be

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২

ফেনা বলেছেন: চমতকার ভালবাসার প্রকাশ।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন। শুভকামনা শতত।

২| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো কনসেপ্ট, লেখাটাও ভালো হয়েছে।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন। শুভকামনা শতত।

৩| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩

বিজন রয় বলেছেন: এপার বাংলা অার ওপার বাংলা কি!
বাংলা সব একই।

বলেন ভারত আর বাংলা।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৩

মো: নিজাম গাজী বলেছেন: তাই নাকি ভাই? অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন। শুভকামনা শতত।

৪| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩০

রাকু হাসান বলেছেন:



কবিতার মতই প্রেমময় হোক সকলের সাথে সবার ।

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

মো: নিজাম গাজী বলেছেন: জ্বি সেটাই হোক। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন। শুভকামনা শতত।

৫| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটি কি স্বরচিত? খুবই ভাল লিখেছেন! কবিতায় উদারতা প্রকাশ পেয়েছে!

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

মো: নিজাম গাজী বলেছেন: জ্বি এটি স্বরচিত প্রিয় লেখক। আমি কখনও অন্যের লেখা পোষ্ট করিনা। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন। শুভকামনা শতত।

৬| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন। শুভকামনা শতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.