নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

আমি কবি হই তোমার ভালোবাসায়

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৮




আমি কবি হই তোমায় কাছে পেলে,
আমি কবি হই তোমার মধুর ঐ সূরে
আমি কবি হই তোমার হাত দুটি ছুলে।
আমি কবি হই তোমায় দেখে এই দুনিয়া ভুলে।।


আমি কবি হই তোমাকে পাওয়ার আশায়,
আমি কবি হই তোমার ভালোবাসায়।।
বনলতাকে দেখে যেমন কবি হয়েছেন জীবনানন্দ দাস,
আমি ঠিক কবি হই তোমার ভালোবাসার করে চাষ।।


আমি কবি হই তোমার ঐ কেশে,
আমি কবি হই তোমায় দেখে দারুণ বেশে।
আমি কবি হই তোমার সুন্দর ঐ আঁখি দেখলে,
আমি কবি হই তোমার ললাটে টিপ পরলে।।


আমি কি প্রকৃতির কবি?
আমি কি দ্রোহের কবি??
নাহ,আমি যে তোমার ভালোবাসার কবি।
আমি তোমার কবি।
কেননা আমি কবি হই তোমার আশায়,
আমি কবি হই তোমার ভালোবাসায়।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার কবিতায় প্লাস ।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

মো: নিজাম গাজী বলেছেন: হাহা তাই নাকি? অনেক ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: কেউ ভালোবেসে কবি হয় আর কেউ হয় ছ্যাকা খেয়ে :P যাই হোক, কবি হলেই হল।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০

মো: নিজাম গাজী বলেছেন: আমি কিন্তু ছ্যাকা খাইনি :)

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: কেমন আছেন নিজাম ভাই??
খুব সুন্দর কবিতা লিখেছেন।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২

মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.