নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দেহে নয়

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭


ভালোবাসা দেহে নয়, ভালোবাসা মনে,
দেহ টেনে ক্ষণে ক্ষণে কেনো যাও বনে?
দেহেরও লাগিয়া কতো জনে গিয়েছে যে রণে!
ভালোবাসা কারে কয় বুঝে কি এই প্রেমিক জনে??

বনে আর রণে গেলে পাওয়া যায় দেহ,
মন পাবে কোথায় গেলে বুঝাবে তা কেহো।
দেহেরও ভক্ষণ মিনিট চার-পাঁচ কিম্বা দশ,
মন ওরে বেসে যায় ভালো বারোমাস।।

ভালোবাসা দেহে হলে কি করে হয় তা ভালোবাসা?
মন না থাকিলে বলো কোথায় থাকিবে আশা?
আশা, ভালোবাসা, দেহ, মোহ আর মন,
বলিতো সবগুলোই মোদের প্রয়োজন!!

মন দিয়ে দেহ নিলে সেটি কিগো ভোগ?
দেহ, মোহ এযে সব মনেরই রোগ।
প্রকৃত ভালোবাসা, সরল প্রেম, সুন্দর মন।
সততা আর নিষ্ঠাকে করে যে সে আলিঙ্গন।।

পবিত্র ঐ মন পেলে পাওয়া যায় সব,
দেহ নিয়ে কেনো এতো নিষ্ঠুর কলরব??
দেহের ভাষা নোংরা ওরে সুন্দর যে মনের ভাষা,
দেহে নয়, মনেই থাকে প্রকৃত ভালোবাসা।।

//রচনাকাল
০১/০৯/২০১৮
১১.৪০(রাত)
সাভার, ঢাকা।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: দুর্দান্ত।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

মো: নিজাম গাজী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন। শুভকামনা শতত

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নামের শেষে গাজী দেখলেই এড়িয়ে যাই !!
আবার এসে দেখলাম এই গাজী সেই গাজী না!
তাই নির্ভয়ে পড়লাম!!

চমৎকার কবিতার জন্য আপনাকে
ধন্যবাদ নিজাম ভাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

মো: নিজাম গাজী বলেছেন: হাহাহা ভয নাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক। শুভেচ্ছা জানবেন। শুভকামনা শতত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.